Home শীর্ষ খবর শওকত মাহমুদকে  নিয়ে বাড়তি সতর্কতা, কঠোর বার্তা দিলো বিএনপি

শওকত মাহমুদকে  নিয়ে বাড়তি সতর্কতা, কঠোর বার্তা দিলো বিএনপি

দখিনের সময় ডেস্ক
চলমান আন্দোলন ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে বিএনপি। সম্প্রতি রাজধানীর হোটেল শেরাটনে ‘ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস জাতীয় ইনসাফ কায়েম কমিটি’ নতুন করে যাত্রা শুরু করায় আরও সতর্ক ও কঠোর হয়েছে দলটি। এ সংগঠনে যুক্ত থাকায় দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কারের মধ্য দিয়ে মূলত কঠোর হওয়ার বার্তাই দিয়েছে বিএনপি।
বিএনপিকে নিয়ে নানা প্রচারের মধ্যে গত ১৬ মার্চ ফের যাত্রা শুরু করে ‘ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস জাতীয় ইনসাফ কায়েম কমিটি’। নেতৃত্বে আছেন কবি ফরহাদ মজহার ও সাংবাদিক শওকত মাহমুদ। ২০১২ সালে শুরু হওয়া এই সংগঠনের কার্যক্রম মাঝে নিষ্ক্রিয় ছিল। নতুন করে যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলের কয়েকজন নেতাও। সাবেক আমলা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সাংবাদিক নেতাসহ বিভিন্ন পেশার দেড় শতাধিক ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়টি ভালোভাবে নেয়নি বিএনপি।
এ নিয়ে গত সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় বিস্তারিত আলোচনা হয়। স্থায়ী কমিটির নেতারা মনে করেন, ফরহাদ মজহার ও শওকত মাহমুদের এই কার্যক্রম বিএনপির পক্ষে নয়। তাদের এই কার্যক্রম পরোক্ষভাবে সরকারকে সুবিধা করে দেবে। এটা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে বড় ষড়যন্ত্র বলে মনে করে দলের নীতিনির্ধারণী এ ফোরাম।
বিএনপির শীর্ষ নেতারা বলছেন, আগামী আন্দোলন ও নির্বাচন বিষয়ে যাতে দলের কেউ হটকারী সিদ্ধান্ত নিতে না পারে বা দলের বিরুদ্ধে অবস্থান না নেয়, সে কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। বিএনপি বারবার বলে আসছে- এই নির্বাচনে তারা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে অংশ নেবে না। সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে তারা সমমনা দল ও জোটের সঙ্গে ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন করছে।
অবশ্য আগামী নির্বাচন ও চলমান আন্দোলন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা কথাবার্তা শোনা যাচ্ছে। এমন গুঞ্জনও আছে যে পর্দার আড়ালে ৬০-৮০টি আসন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির সমঝোতা হচ্ছে। আর এতে তারেক রহমান রাজি না হলেও দলের একটি অংশ নাকি শেষ পর্যন্ত নির্বাচনে যাবে। এ-ও প্রচার রয়েছে, নির্বাচনের আগে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার শর্তে নির্বাচনে যাবে বিএনপি। এসব প্রচারের সঙ্গে একেক সময় একেক নেতার নামও সামনে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যে কারণে স্মার্টফোনে ব্লুটুথ ব্যবহারে সতর্ক থাকবেন

দখিনের সময় ডেস্ক: এক স্মার্টফোন থেকে অন্য ফোনে ডাটা আদান-প্রদানের ক্ষেত্রে অনেকেই সাধারণত ব্লুটুথ ব্যবহার করে থাকেন। তবে ব্লুটুথের ব্যবহার শেষে অনেকেই মনের অজান্তে ব্লুটুথ...

হার্টের সমস্যার নীরব লক্ষণ জেনে নিন

দখিনের সময় ডেস্ক: হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জীবন এ কারণে বিপন্ন হতে দাঁড়িয়েছে। যদিও অনেকের হার্ট...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা দেশে টাস্কফোর্স গঠন

দখিনের সময় ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি, সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে এ ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে অতিরিক্ত...

তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

দখিনের সময় ডেস্ক: আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির...

Recent Comments