Home সারাদেশ বরিশালে সরকারী খাল দখল করে, ফের ভবন নির্মাণে অভিযোগ

বরিশালে সরকারী খাল দখল করে, ফের ভবন নির্মাণে অভিযোগ

দখিনের সময় ডেক্স:

বরিশাল সদর উপজেলার নির্বাহী কমকর্তার হস্তক্ষেপে গুঁটিয়ে দেওয়া হয়েছিলো কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া বাজার সংলগ্ন সারসী এলাকায় সরকারি শাখা খালের জমি দখল করে অবৈধ ভাবে স্থাপন করা রিপন-আজাহারের নির্মাধীন ভবনটি। এবং কি অবৈধ স্থাপনা ভেঙ্গে লাল নিশানা দিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মহামারি করোনা ভাইরাসের মধ্যে থমকে রয়েছে সারা দেশ। বরিশালেও চলছে লকডাউন। সরকারী-বেসরকারী অফিস আদালত সবই বন্ধ থাকার সুযোগে ফের চলছে ভূমিদস্যু রিপন ও আজাহারের সরকারী জমি দখলের মিশন।

সরজমিনে গিয়ে দেখা গেছে- রিপন হোসেন ও আজাহার বেপারী নামের দুইজন ব্যাক্তি সরকারী খাল দখল করে ক্ষমতার জোরে সরকারী জায়গায় ভবন নির্মান কাজ শুরু করেন। পরে বরিশালের স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হলে তা নজরে পড়েন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকতা মনিবুর রহমানের। পরে তিনি তক্ষৎনিক ভাবে সদর উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার সিরাজুল ইসলাম ও মোফাজ্জেল হোসেনকে পরিদর্শনে পাঠান। পরে তারা সরকারী কাগজ পত্র ও খালের ম্যাপ দেখে জমি মাপ দিলে দেখতে পান ৩০ ফুট খালের ২৩/ ১৩ ফুট জমি দখল করে রাতের আধারে রিপন হোসেন ও আজাহার বেপারী ভবন নির্মাণ করেছেন। পরে সরকারী দখলকৃত জমিতে কোন ধরনের কাজ চলবে না বলে সার্ভেয়ারা নৌটিশ দিয়ে কাজ বন্ধ করতে নির্দেশ দেন। সার্ভেয়ারা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সাথে সাথেই পূর্নরায় কাজ চালিয়ে যান রিপন হোসেন।

পরে খবরটি শুনে ওই দিন বিকালেই তক্ষৎনিক ভাবে সদর উপজেলা নিবার্হী কর্মকতা মুনিবুর রহমান ঘটনা স্থলে পরিদর্শনে দিয়ে দেখতে পায় ঠিক কাজ চলতে আছে। পরে তিনি সরকারী জমিতে অবৈধ ভাবে নির্মাধীন করা ভবনটি ভেঙ্গে দেয়। এবং কাজ বন্ধ করার নিদের্শ দিয়ে সেখানে একটি লাল নিশানা স্থাপন করা হয় কাজ বন্ধর জন্য। কিন্তু হঠাৎ আবারও মহামারি করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশে লকডাউন শুরু হয়। এবং কি সরকারী সব প্রতিষ্টান বন্ধ থাকার সুযোগে ভূমিদস্যু রিপন ও আজাহার সরকারী আইন আমান্য করে ফের সরকারী জমি দখল করে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ স্থাপনার কাজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারী জমিতে অবৈধ ভাবে করা নির্মাধীন ভবন ভেঙ্গে দেওয়ায় প্রশাসনেকে ধন্যবাদ জানিয়ে ছিলাম আমারা এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments