দখিনের সময় ডেস্ক:
বরিশালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অধ্যক্ষ মোস্তফা কামালের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। বরিশালে অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ সফলে লিফলেট বিতরণের অনুমতি নিতে গেলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অধ্যক্ষের রুমে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত হয়ে ওঠেন কলেজ অধ্যক্ষ ও ছাত্রদলের নেতাকর্মীরা।
একপর্যায়ে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের ওপর চড়াও হন অধ্যক্ষ। পরে সাইফ মাহামুদ জুয়েলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওর শুরুতে দেখা যায়, ক্যাম্পাসে মিছিল দেওয়ায় বিষয়টি অধ্যক্ষকে জানানো হলো না – বিষয়টি কেমন হলো তা নিয়ে ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন অধ্যাপক মু. মোস্তফা কামাল। এসময় ছাত্রদল নেতারা অধ্যক্ষকে বোঝানোর চেষ্টা করেন, যে তারা ক্যাম্পাসে প্রবেশ করেই অনুমতির জন্য অধ্যক্ষের কার্যালয়ে সরাসরি এসেছেন।
এরপর অধ্যক্ষ অধ্যাপক মু. মোস্তফা কামালকে কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় ওই ভিডিওতে। তার মাঝেই স্থানীয় ছাত্রদল নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে পরিচয় করিয়ে অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আগামী ২৪ জুন তারুণ্যের সমাবেশ সফল করার জন্য ক্যাম্পাসে লিফলেট বিতরণ করা হবে, এজন্য অনুমতি চাইতে আপনার কাছে এসেছি।