Home বরিশাল বাউফলে শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী

বাউফলে শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী

বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঈদুল আজহায় ঢাকা থেকে গ্রামে আসা রোগীর সংখ্যাই বেশী। তবে ঢাকায় না গিয়েও গ্রামের বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আযহার পর থেকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এরমধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোববার বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে কনকদিয়া ইউনিয়নের আরিফ হোসেন নামের এক রোগী বলেন, ঢাকায় থাকাকালীন আমার জ্বর হয়। প্রথমে বুঝতে পারিনি আমার ডেঙ্গু হয়েছে। পরে বাড়ি আসার পর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। এখন আমি কিছুটা সুস্থ। এদিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বেশ কয়েকজন রোগী ঢাকায় না গিয়েই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ফলে ওই এলাকার মানুষের মধ্যে ডেঙ্গু আতংক ছড়িয়ে পড়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের স্বাস্থ্য কর্মী সিদ্দিকুর রহমান বলেন, সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আমরা কাজ করছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, জ্বর হলেই ঘরে বসে না থেকে সরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসা নিতে হবে। এছাড়া ডেঙ্গুবাহী মশার বিস্তার রোধের জন্য বাড়ির পাশে জমে থাকা পানি অপসারণের অনুরোধ জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হবে: জনপ্রশাসনমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।...

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

Recent Comments