Home বরিশাল বাউফলে শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী

বাউফলে শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী

বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঈদুল আজহায় ঢাকা থেকে গ্রামে আসা রোগীর সংখ্যাই বেশী। তবে ঢাকায় না গিয়েও গ্রামের বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আযহার পর থেকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এরমধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোববার বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে কনকদিয়া ইউনিয়নের আরিফ হোসেন নামের এক রোগী বলেন, ঢাকায় থাকাকালীন আমার জ্বর হয়। প্রথমে বুঝতে পারিনি আমার ডেঙ্গু হয়েছে। পরে বাড়ি আসার পর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। এখন আমি কিছুটা সুস্থ। এদিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বেশ কয়েকজন রোগী ঢাকায় না গিয়েই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ফলে ওই এলাকার মানুষের মধ্যে ডেঙ্গু আতংক ছড়িয়ে পড়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের স্বাস্থ্য কর্মী সিদ্দিকুর রহমান বলেন, সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আমরা কাজ করছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, জ্বর হলেই ঘরে বসে না থেকে সরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসা নিতে হবে। এছাড়া ডেঙ্গুবাহী মশার বিস্তার রোধের জন্য বাড়ির পাশে জমে থাকা পানি অপসারণের অনুরোধ জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments