Home বরিশাল বাউফলে যুবলীগ নেতার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট আহত-২

বাউফলে যুবলীগ নেতার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট আহত-২

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা লঞ্চ ঘাট এলাকায় ঢাকাগামী একটি বাসের কাউন্টার স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে বগা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মীরের(৩৫) দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছ । শনিবার (৮ জুলাই) দিবাগত রাত পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে। প্রায় ২০-৩০ মিনিট ধরে এ হামলা চালানো হয়।
যুবলীগ নেতা জুয়েল মীর অভিযোগ করেন, ‘বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসানের নির্দেশে এবং তার উপস্থিতিতে ২০-২৫ জন সন্ত্রাসীরা দেশী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা তার দোকানের একটি ফ্রিজসহ প্রায় ২লাখ টাকার মালামাল ভাংচুর করে। হামলাকারীরা এসময় দোকানের ক্যাশ থেকে নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। বগা তদন্ত কেন্দ্রের টহল পুলিশের উপস্থিতিতে এ হামলা চালানো হলেও পুলিশ এগিয়ে আসেনি। এ ঘটনায় জুয়েল মীরের ভাগ্নে ইয়াসিন মোল্লা(২৩) ও সেজ ভাই রাজিব(২৫) আহত হয়। এর মধ্যে ইয়াসিনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, ‘ঢাকা-বগা ও দশমিনা রুটের তেঁতুলিয়া নামের একটি যাত্রীবাহি বাসের বগা লঞ্চ ঘাট এলাকায় কাউন্টার স্থাপনের জন্য ওই দিন সন্ধ্যার পর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মালিক পক্ষের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছিল। এসময় জুয়েল মীরের ভাই সোহেল মীর উত্তেজিত হয়ে চেয়ার ছুড়ে মারেন। তখন একটু উত্তেজনার সৃষ্টি হয়। এপর ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার জন্য নিজেরাই নিজেদের দোকান ভাংচুর করে আমার উপর দায় চাপানোর চেষ্টা করেছেন। পরে ফেসবুক লাইফে এসে জুয়েল মীর আমার ও আমার বাবার বিরুদ্ধে অপ্রচার চালিয়েছেন। যা সত্য নয়।’
এ ব্যাপারে বগা তদন্ত কেন্দ্রের ইচার্জ মোঃ নিরু মিয়া বলেন,‘আমি ছুটিতে ছিলাম। আজ (রবিবার) কর্মস্থলে এসেছি। ঘটনাটি আমার জানা নেই। খবর নিয়ে জানবো। টহল পুলিশ দায়িত্ব অবহেলা করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ সাজানো, পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম

দখিনের সময় ডেস্ক: সন্দেশখালিতে তৃণমূল নেতাদের দ্বারা ধর্ষণের অভিযোগ পুরোটাই সাজানো ঘটনা এবং এর পেছনে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সংশ্লিষ্টতা রয়েছে, এমনটাও উঠে এসেছে...

বরিশালে বাস টার্মিনালে শ্রমিকদের তাণ্ডব, সড়ক অবরোধ

দখিনের সময় ডেস্ক: বাসচালক ও সহকারীকে মারধরের প্রতিবাদে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে দফায় দফায় হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তবে শ্রমিক সংগঠন ও...

Recent Comments