দখিনের সময় ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশায় চড়ে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোনাইগাজী গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলো- তোফায়েল হোসেন (১১) ও সিমা খাতুন (৪)। তাদের বাবার নাম ছকিমুদ্দিন। তিনি পেশায় অটোরিকশাচালক।
ঘটনাস্থল ঘুরে এসে শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া গণমাধ্যমকে জানান, ছকিমুদ্দিন অটোরিকশায় ভাড়ায় চালিয়ে বিকালের আগে বাড়ি ফেরেন। এরপর তিনি ও তার স্ত্রী দুজন মিলে বাড়িতে থাকা গবাদি পশুর জন্য পার্শ্ববর্তী বারোমাসিয়া নদীর তীরে ঘাস কাটতে যান। এর মধ্যে বাড়িতে থাকা অটোরিকশায় চড়ে তার দুই ছেলে মেয়ে খেলা করতে থাকে। সিমা অটোতে বসে ছিল। আর তোফায়েল অটোরিকশাটি সামনে পেছনে নিচ্ছিল। এ সময় বাড়ির এক ঘর থেকে আরেক ঘরে টানানো বৈদ্যুতিক একটি তারে অটোরিকশাটি লেগে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে দুই ভাইবোন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশায় অচেতন হয়ে পড়ে থাকে। প্রতিবেশী এক কিশোর এ অবস্থা দেখে চিৎকার করলে সবাই এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান বলেন, অটোরিকশায় খেলতে গিয়ে বাচ্চা দুটি মারা গেলো। পরিবারটি বড় আঘাত পেয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করেছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই পারিবারিকভাবে দাফন করা হবে। ফুলবাড়ী থানার ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, অপমৃত্যুর মামলা করে লাশ হস্তান্তর করা হয়েছে।