নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৪ মাস পর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশীর গাজী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফহ্ইুপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি । সভায় উপজেলায় মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি,ফুটপাত দখলমুক্ত, কিশোর গ্যাং, হাটবাজারে সিসিক্যামেরা স্থাপন,আসন্ন দূর্গাপূজার মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি এম আরিচুল হক,উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতিপ কুমার কুন্ড,সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলমমিয়া, সাংবাদিক অতুল চন্দ্র পাল,জিতেন্দ্র চন্দ্র রায়, মোঃ দেলোয়ার হোসেন, হারুন অর রশিদ, প্রেসক্লাবের সম্পাদক আরেফিন সহিদ, রিয়াত খান, হান্নান ,ক্রিড়া সংস্থার সম্পাদক হুমায়ন কবির, মহিলা কলেজের অধ্যক্ষ আবুজাফর, বগাডিগ্রী কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির, বাউফল মর্ডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আরা, পৌর কাউন্সিলর ফরাত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।