Home প্রযুক্তি এক মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে কত আয় করেন ইউটিউবাররা?

এক মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে কত আয় করেন ইউটিউবাররা?

দখিনের সময় ডেস্ক:
বর্তমানে ডিজিটাল যুগে ইউটিউবার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ভ্লগার- এই শব্দগুলো বেশ পরিচিত। অনলাইন ভিডিও শেয়ারিং ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বহু আগে থেকেই নেটিজেনদের মধ্যে জনপ্রিয়, সেইসঙ্গে ইউটিউবাররাও। শুধু ইউটিউব থেকে মাসিক আয় দিয়েই জীবিকা নির্বাহ করছেন এমন ইউটিউবারের সংখ্যা কম নয়। কিন্তু ইউটিউব থেকে টাকা উপার্জনের জন্যও পূরণ করতে হয় কিছু শর্ত। একজন ইউটিউবারের জন্য এক মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়া অনেক বড় একটি মাইলস্টোন। কারো এক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে মানেই তিনি এখান থেকে আয় করেই স্বচ্ছন্দ্যে দিন পার করতে পারবে।
যদিও ইউটিউবারদের আয়ের বিভিন্ন পন্থা থাকে, কিন্তু তাদের ভিডিওর মধ্যে প্রচারিত বিজ্ঞাপনই তাদের আয়ের একটি প্রধান উৎস বলা যায়। তাহলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে একজন ইউটিউবারকে ইউটিউব কর্তৃপক্ষ কত টাকা দেয়? এক মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এমন একজন জনপ্রিয় ইউটিউবার হলেন নেইট ও’ব্রিয়েন। চলতি বছরের তিনি ইউটিউব থেকে আয় করেছেন ৪৪০,০০০ ডলার! এই প্ল্যাটফর্ম থেকে তার মাসিক আয় ১৪,৬০০ থেকে ৫৪,৬০০ ডলার।
তবে ইউটিউব থেকে সরাসরি টাকা উপার্জন করতে চাইলে ক্রিয়েটরদের অবশ্যই পার্টনার প্রোগ্রাম-এর জন্য আবেদন করতে হবে। একইসঙ্গে ৫০০ সাবস্ক্রাইবারের একটা কোটা পূরণ করতে হবে, বিগত ৯০ দিনে তিনটি পাবলিক আপলোড থাকতে হবে অথবা বিগত বছরে ৩০০০ ওয়াচ আওয়ার কিংবা বিগত ৯০ দিনে ৩ মিলিয়ন ইউটিউব শর্টস ভিউ থাকতে হবে। আবেদন গৃহীত হওয়ার পর যাদের যোগ্য হিসেবে বেছে নেওয়া হবে, সেসব ক্রিয়েটররা চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট, সুপার স্টিকারস, সুপার থ্যাংকস-এর মতো ফিচারগুলো থেকে এবং ইউটিউব শপিং-এর মাধ্যমে নিজেদের পণ্যের প্রচারণা চালানোর মাধ্যমে আয় করতে পারবেন।
ইউটিউব অ্যাডসেন্স থেকে টাকা আয় করার জন্য এই প্রোগ্রামে থাকা ক্রিয়েটরদের অবশ্যই ১০০০ সাবস্ক্রাইবার এবং গত এক বছরে ৪০০০ ওয়াচ আওয়ার থাকতে হবে। প্রতি ১০০০ অ্যাড ভিউ এর জন্য বিজ্ঞাপনদাতারা ইউটিউবকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে থাকেন। আয়ের ৪৫ শতাংশ ইউটিউব নেয় এবং বাকিটা ক্রিয়েটররা পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments