Home প্রযুক্তি নিরাপত্তা ঝুঁকিতে ইন্টেল

নিরাপত্তা ঝুঁকিতে ইন্টেল

দখিনের সময় ডেস্ক:
নিরাপত্তা সংশ্লিষ্ট বিশাল এক ঝুঁকিতে আছে বিশ্বের ‘কয়েকশ কোটি কম্পিউটার’ দাবি গুগল গবেষকদের। ‘ডাউনফল’ নামের এই নিরাপত্তা ত্রুটি ইনটেলের প্রসেসরে এমন উপায়ে আক্রমণ চালাতে পারেÑ যা বিভিন্ন পাসওয়ার্ড, এনক্রিপশন কি ও ব্যক্তিগত ডেটা চুরির সুযোগ দিতে পারে হ্যাকারদের। এই সপ্তাহে সমস্যাটি খুঁজে বের করে প্রকাশ করেছেন গুগলের জ্যেষ্ঠ গবেষক ড্যানিয়েল মঘিমি। চিপ সংশ্লিষ্ট এই সমস্যার কথা তিনি ইন্টেলকে জানিয়েছেন। এর পর পরই এটি সমাধানের জন্য আপডেট এনেছে কোম্পানিটি। তবে এরই মধ্যে ‘কয়েকশ কোটি ব্যক্তিগত ও ক্লাউড কম্পিউটার’ এতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকার কথা জানিয়েছে গুগল।
‘অন্য কেউ এই ত্রুটি খুঁজে পেলে তারা অর্থের বিনিময়ে বিভিন্ন আক্রমণকারীকে ইন্টারনেট ব্যবহারকারীর ওপর আক্রমণ চালানোর সুযোগ করে দিত’ এক ব্লগ পোস্টে লিখেন গবেষকরা। হার্ডওয়্যার আক্রমণ থেকে সফটওয়্যারকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে তৈরি ব্যবস্থা ভেঙে ফেলার মাধ্যমে আক্রমণটি কাজ করে। এমনটি করতে গিয়ে সিস্টেমে থাকা অন্যান্য ব্যবহারকারীর ডেটাও খুঁজে পেতে পারে আক্রমণকারী।
চিপের গতি বাড়ানোর প্রক্রিয়ায় থাকা প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিয়ে এমন আক্রমণ হতে পারে। আক্রমণকারী সেসব দুর্বলতা কাজে লাগিয়ে এমন স্পর্শকাতর বিভিন্ন তথ্যও হাতিয়ে নিতে পারেÑ যা কেবল সিস্টেমের মালিকের কাছেই থাকার কথা। এই আক্রমণের বৈশিষ্ট্য হচ্ছে, এতে আক্রমণ চালানো ব্যক্তির প্রসেসরে হ্যাকারের উপস্থিতি থাকতে হবে। তবে সেটি সম্ভব কেবল ম্যালওয়্যার বা ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষমতা দেয় এমন শেয়ার করা কম্পিউটিং মডেল ব্যবহারের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments