Home সারাদেশ চাঁদার ২০০ টাকা না দেওয়ায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা!

চাঁদার ২০০ টাকা না দেওয়ায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা!

দখিনের সময় ডেস্ক:
চাঁদার ২০০ টাকা না দেওয়ায় রাজমিস্ত্রি রিপন হোসেনকে (২১) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারই প্রতিবেশী হৃদয় হোসেন। ঘটনার পর থেকে হৃদয় হোসেন পলাতক থাকলেও সোমবার (১৪ আগস্ট) ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ঢাকার সাভারের আশুলিয়া কাঠগড়া এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত হৃদয় হোসেন (২২) পাবনার আতাইকুলা থানার ভবানীপুর পূর্বপাড়া গ্রামের রজিম উদ্দিনের ছেলে। নিহত রিপন হোসেন একই গ্রামের খোরশেদ মোল্লার ছেলে। তৌহিদুল মবিন খান বলেন, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আতাইকুলা থানার ভবানীপুর পূর্বপাড়া গ্রামের কয়েকজন তরুণ ও যুবক চাঁদা তুলে টিন ও বাঁশ দিয়ে একটি ক্লাব ঘর নির্মাণ করে। ক্লাব ঘর তৈরিতে রিপন ৫০০ টাকা ও হৃদয় ২০০ টাকা চাঁদা দেয়। নির্বাচন শেষ হওয়ার পর গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে রিপনের সঙ্গে হৃদয়ের চাচাতো ভাই আয়নালের ব্যক্তিগত দ্বন্দ্ব হয়। এ দ্বন্দ্বের জেরে ক্লাব ঘরটি ভেঙ্গে ফেলা হয়।
নিহত রিপন ক্লাবের ভাঙ্গা অংশের টিন, বাঁশ ইত্যাদি নিয়ে যেতে চাইলে বাঁধা দেন হৃদয়। তাই রিপনকে চাঁদার আরও ২০০ টাকা দিতে বলে হৃদয়। রিপন বাকি ২০০ টাকা পরে দিতে চাইলে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় হৃদয়ের মা তাদের থামাতে গেলে তিনি পড়ে গিয়ে বাম হাতে আঘাত পান। পরে এ ঘটনার জেরে ১২ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে রিপন রাজমিস্ত্রীর কাজে যাওয়ার সময় হৃদয় পূর্ব পরিকল্পিতভাবে তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রিপনের মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত রিপনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই মারা যান রিপন।
এ ঘটনায় রিপনের বাবা খোরশেদ মোল্লা বাদী হয়ে আতাইকুলা থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত হৃদয়। পরে ১৪ আগস্ট র‍্যাব অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার বিকেলে তাকে আতাইকুলা থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments