Home বিনোদন অন্যের এঁটো খাবার খাওয়ার আগেও ভাবনাচিন্তা করেন না কৃতি শ্যানন

অন্যের এঁটো খাবার খাওয়ার আগেও ভাবনাচিন্তা করেন না কৃতি শ্যানন

দখিনের সময় ডেস্ক:
ফিল্মি পরিবারের কন্যা নন, বহিরাগত হিসাবেই বলিউডে পা রেখেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। কঠিন অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে এক দশকে নিজেকে সফল অভিনেত্রী হিসাবে বলিউডে প্রতিষ্ঠা করেছেন কৃতি। সম্প্রতি সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন কৃতি।
ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সময় থেকে মডেলিং করতেন। স্বপ্ন ছিল, একদিন সফল বলিউড অভিনেত্রী হবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি জানান, পরিচিত কারও থেকে খাবার নিয়ে খাওয়ার আগে একবারও ভাবেন না। এমনকি তাদের থালা থেকেই তুলে খাবার খেয়ে নেন। অভিনেত্রীর কথায়, তার নাকি বাছবিচার ও অহংবোধ নেই। তাই অন্যের এঁটো খাবার খাওয়ার আগেও নাকি বিশেষ ভাবনাচিন্তা করেন না। নিজের এই স্বভাবের কারণেই নাকি প্রথম ঢেউয়ের সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন।
২০২০ সালের শেষের দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন সেই খবর। যদিও খুব বেশি দিন ভুগতে হয়নি তাকে। চিকিৎসকের পরামর্শ মেনে চলায় দ্রুতই সুস্থ হয়ে উঠেছিলেন। সেই ঘটনা থেকে কী শিক্ষা নিয়েছেন কৃতি? না কি এখনো অন্যদের থালা থেকে নিয়েই খাবার খান তিনি? সেই প্রশ্নের উত্তর যদিও অজানা।
তবে নিজের স্বাস্থ্যের দিকে যে খেয়াল রাখেন তিনি, তা স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় তার শরীরচর্চার ঝলক থেকেই। ‘মিমি’ ছবিতে সন্তানসম্ভবা নারীর চরিত্রে অভিনয় করার জন্য অনেকটা ওজন বাড়াতে হয়েছিল তাকে। ছবির শুটিং শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ব্যায়াম করে সেই বাড়তি ওজন ঝরিয়ে ফেলেছিলেন কৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments