Home সারাদেশ প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করেন স্ত্রী

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করেন স্ত্রী

দখিনের সময় ডেস্ক:
বাড়িতে টাইলস মিস্ত্রির কাজ করতে গিয়ে আবদুল কুদ্দুছের (৫০) স্ত্রী সুরমা আক্তারের (৪০) সঙ্গে সম্পর্ক হয় মো. ইসমাইলের (৩৫)। পরবর্তীতে বিদেশ গিয়েও রেখেছেন যোগাযোগ। ৬ সেপ্টেম্বর দেশে এসেছেন, কিন্তু পরিবারের কেউ জানেন না। খালার বাসায় থেকে সুরমা আক্তারের সঙ্গে ফন্দি আঁটেন কীভাবে আবদুল কুদ্দুছকে সরিয়ে দেওয়া যায়। পরিকল্পনা অনুযায়ী বিদ্যুতের শক দিয়ে মৃত্যু নিশ্চিত করে সাজান ডাকাতির গল্প।খবর পেয়ে ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেছে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় প্রেমিক মো. ইসমাইল ও প্রেমিকা সুরমা আক্তার আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন বেগমগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকাতি হয়েছে- এমন খবর পেয়ে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রফিকপুর গ্রাম থেকে কুদ্দুসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী সুরমা আক্তারকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রেমিক দুবাই প্রবাসী একই ইউনিয়নের লতিফপুর গ্রামের সামছুল হকের ছেলে ইসমাইলকে আটক করা হয়। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদেই ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন হয় এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিজয়া সেন বলেন, পাঁচ বছর আগে নিজেদের বাড়িতে বিল্ডিং করার সময় টাইলস মিস্ত্রি মো. ইসমাইলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুরমা আক্তার। পরে ইসমাইল দীর্ঘদিন দুবাই থাকার পর গত ৬ সেপ্টেম্বর বাড়িতে না জানিয়ে দেশে এসে সেনবাগের খালার বাসায় ওঠেন। সুরমার প্ররোচনায় তার স্বামী কুদ্দুসকে হত্যার পর আবারও দুবাই চলে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। সে অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের ফ্লাইটের বিমানের টিকেট কেটে রেখেছিলেন ইসমাইল।
বুধবার রাতে সুরমা আক্তার প্রেমিক ইসমাইলকে বাড়ির ছাদে লুকিয়ে রাখেন। রাতে স্বামী কুদ্দুসকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ইসমাইলকে ডেকে নেন। পরে কদ্দুসের দুই পায়ে তার বেঁধে বিদ্যুত সংযোগ দিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে প্রেমিককে বাইরে বের করে দিয়ে বাসায় ডাকাতির নাটক সাজান স্ত্রী সুরমা আক্তার। সুরমা আক্তারের অসংলগ্ন কথাবার্তা শুনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। একপর্যায়ে প্রেমিককে নিয়ে নিজের স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেন সুরমা। পরে তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে পাসপোর্ট ও বিমানের টিকিটসহ ইসমাইলকেও আটক করা হয়। পরবর্তীতে কুদ্দুসকে হত্যার কথা ১৬৪ ধারায় বিচারকের কাছে স্বীকার করেছেন তারা। তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মুহাম্মদ নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামসহ বেগমগঞ্জ মডেল থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments