Home সারাদেশ সভাপতির পদ ফিরে পেলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি

সভাপতির পদ ফিরে পেলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি

দখিনের সময় ডেস্ক:
মামলার তদন্ত শেষ না হতেই জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি মো. সহিদুল ইসলাম লিপনকে উপজেলা তাঁতী লীগের সভাপতির পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে মামলার পর গত ১৬ জুন বকশীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতির পদ থেকে লিপনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। সোমবার (১৮ সেপ্টেম্বর) তাকেই আবার সভাপতি করে বকশীগঞ্জ উপজেলা তাঁতী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা তাঁতী লীগ।
এ বিষয়ে জানতে চাইলে মো. সহিদুর রহমান লিপন গণমাধ্যমকে বলেন, আমি হাইকোর্ট থেকে প্রায় ২২ দিন‌ আগে জামিন নিয়ে এসেছি। গতকাল কমিটির তালিকা ফেসবুকে প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক। এর আগেই মনে হয় কমিটি হয়েছে। হত্যা মামলার আসামি কীভাবে পদ ফিরে পেলেন এ বিষয়ে জানতে জামালপুর জেলা তাঁতী লীগের আহ্বায়ক আরমান হোসেন সাগরের সঙ্গে সাংবাদিকরা মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে চান না বলেই কলটি কেটে দেন। সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগমগণমাধ্যমকে  বলেন, আসামি লিপন তাঁতী লীগের উপজেলা কমিটির সভাপতির পদ ফিরে পেয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে লিপন। লিপন মামলার ১১ নম্বর আসামি। আমরা চাই, সুষ্ঠু বিচারের স্বার্থে তাঁতী লীগ থেকে লিপনকে বহিষ্কার করা হোক। সাংবাদিক নাদিম হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি মামলার তদন্ত শেষ না হতে দলীয় পদ-পদবি ফিরে পাওয়ায় মামলায় ব্যাঘাত এবং ন্যায়বিচারে সমস্যা হতে পারে। এই মুহূর্তে তার পদ-পদবি ফিরে পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
প্রসঙ্গত, গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গোলাম রব্বানী নাদিম বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments