Home শীর্ষ খবর রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের মিছিল, সংক্ষিপ্ত বক্তব্য প্রদান

রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের মিছিল, সংক্ষিপ্ত বক্তব্য প্রদান

দখিনের সময় ডেস্ক:
গত ২৮ অক্টোরের পর প্রথমবারের মতো নয়াপল্টন এলাকায় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের পর প্রথমবারের মতো নয়াপল্টন এলাকায় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ২৮ অক্টোবরের পর থেকে তালাবদ্ধ রয়েছে বাংলাদেশ জাতীয়াতাবাদী দলের (বিএনপি) কার্যালয়।
আজ রোববার (১২ নভেম্বর) একদফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে দুপুর ১২টায় বিজয় নগর মোড় থেকে হোটেল ৭১ পর্যন্ত এই মিছিল হয়। মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।
মিছিল শেষে হোটেল ৭১ এর সামনে কিছুক্ষণ অবরোধের সমর্থনে অবস্থান নেন নেতাকর্মীরা। অবস্থান শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইকবাল হোসেন শ্যামল। তিনি বলেন, দেশবাসীকে অবরোধ পালনের আহ্বান জানাই। রাষ্ট্র মেরামত করতে গিয়ে সাময়িক অসুবিধা হচ্ছে। কিন্তু বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এই অবরোধ আপনারা পালন করবেন। সামনে গণতন্ত্রের বিজয় উদযাপন করতে আপনারা রাজপথে নেমে আসবেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শ্যামল মালুম, মারুফ ইলাহি রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিকুর রহমান, সহসাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, নুর আলম ভুঁইয়া ইমনসহ ঢাকার বিভিন্ন কলেজ ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments