Home খেলাধূলা ভারতের বিপক্ষে সেমিফাইনাল আজ, যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

ভারতের বিপক্ষে সেমিফাইনাল আজ, যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক:
হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। আজ (শুক্রবার) ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের যুবাদের মুখোমুখি হবে রাব্বি-শিবলিরা। দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। আসরে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল যুব টাইগাররা। সর্বশেষ গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে অপরাজিত থেকেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
আগের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বড় জয় পাওয়ায় একাদশে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কারণ সেমি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। তবে ভারতের মতো দলের বিপক্ষে নিজেদের সেরা অস্ত্র নিয়েই মাঠে নামতে হবে। সে ক্ষেত্রে উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় একাদশে পরিবর্তন আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ব্যাটিংয়ে টপ অর্ডার ধারাবাহিক রান পাচ্ছে। ফলে তাদের নিয়ে খুব একটা ভাবতে হচ্ছ না। আর টপ অর্ডার রান পাওয়ায় শুরুটা ভালো হচ্ছে। বিশেষ করে আশিকুর রহমান শিবলী দুর্দান্ত ফর্মে আছেন। বোলিংয়েও যারা সুযোগ পেয়েছেন নিজেদের প্রামণ করেছনে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সম্ভাব্য একাদশ-
মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার

দখিনের সময় ডেস্ক: দেশের বাইরে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড....

ভারতে জনতার রোষানলে মন্ত্রী

দখিনের সময় ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ জনতার রোষানলে পড়েছেন সেখানকার একজন মন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন সরকারি সহায়তা না...

আদালতে চিন্ময়ের পক্ষে ছিলেন না কোন আইনজীবী, জামিন শুনানি ২ জানুয়ারি

দখিনের সময় ডেস্ক: ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন শুনানির জন্য আগামী বছরের ২ জানুয়ারি দিন ধার্য করেছেন...

অন্তর্র্বতী সরকারের সাথে কাজ করতে চায় দিল্লি‍: ভারতীয় হাইকমিশনার

দখিনের সময় ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকার কোনও কারণ নেই। তিনি বলেন, আমাদের সম্পর্ক...

Recent Comments