Home শীর্ষ খবর পাঁচ কুতুবের ভাগ্য নির্ধারণ আজ

পাঁচ কুতুবের ভাগ্য নির্ধারণ আজ

দখিনের সময় ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজ শুক্রবার (১৫ ডিসেম্বর)। দ্বৈত নাগরিকত্ব, মামলার তথ্য গোপন ও হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে এই পাঁচ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয় নির্বাচন কমিশনে। আগামীকাল শুক্রবার এসব আপিল নিষ্পত্তি করবে কমিশন। আপিল শুনানি শেষ হবে আজ শুক্রবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
শাহজাহান ওমর
গত ৯ ডিসেম্বর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন আ.লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেন তিনি। এই আপিলের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবে ইসি।
এ কে আজাদ
ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। হলফনামায় দ্বৈত নাগরিকত্ব (মার্কিন) সংক্রান্ত ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ তুলে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চাওয়া হয়েছে। এ বিষয়ে তথ্য দিতে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্যসহ আপিল শুনানি শেষে শুক্রবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।
শামীম হক
ফরিদপুর-৩ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শামীম হক হলফনামায় তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছেন এ কে আজাদ। মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব (নেদারল্যান্ডস) সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আজাদ। নির্বাচন কমিশন প্রার্থীর নেদারল্যান্ডসের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। শামীম হকের বিষয়ে আগামীকাল নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।
পঙ্কজ দেবনাথ
বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে আপিল করেছেন বাছাইয়ে বাদ পড়া নৌকার প্রার্থী শাম্মী আহমেদ। হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনেছেন তিনি। এই আপিলের শুনানি হবে শুক্রবার সকালে। সকাল ১০টার মধ্যে শাম্মী আহমেদ ও পঙ্কজ দেবনাথকে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছে ইসি।
শাম্মী আহমেদ
বরিশাল-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। রিটার্নিং অফিসার শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে শাম্মী আহমেদ নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে ১৪ ডিসেম্বরের মধ্যে তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে। কাল তার বিষয়েও সিদ্ধান্ত দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্বর্ণ প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: বরিশালে স্বর্ণ প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে কাউনিয়ার টেক্সটাইল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে...

পরকীয়ার সন্দেহে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: বরগুনার আমতলী উপজেলায় পরকীয়ার সন্দেহে স্বামী মনিরুল ইসলামের হাতে স্ত্রীর মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূ তিন্নি (২০) গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় স্বামীর লাঠির...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৩ পরিবারের সহায়তা দিল জামায়াত

দখিনের সময় ডেস্ক: বরগুনার শহীদ তিন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে...

কিংস্টন টেস্ট জয়ের নায়ক মিরাজ, কৃতিত্ব দিলেন পুরো দলকে

দখিনের সময় ডেস্ক: দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। কিংস্টনের স্যাবাইনা পার্কে চারদিনের লড়াই শেষে ১০১ রানের দারুণ এক...

Recent Comments