Home সারাদেশ নামমাত্র লকডাউন বরিশালে সবই স্বাভাবিক

নামমাত্র লকডাউন বরিশালে সবই স্বাভাবিক

দখিনের সময় ডেক্স:

চলছে করোনার দ্বিতীয় মেয়াদের ‘কঠোর লকডাউন’। ১৩ দফা বিধিনিষেধ থাকলেও তা যেন তোয়াক্কা করছে না বরিশালের মানুষ। সবই স্বাভাবিক। করোনা নিয়ে মাথাব্যথা নেই কারও। ঈদুল ফিতরকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে ওঠেছে নগরবাসী। নারীরাই বেশি ছুটছেন ঈদ শপিংয়ে। নগরীর চকবাজারে উপচেপড়া ভিড়। স্বাস্থ্যবিধি যেন কাগজেকলমে। ফলে বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বরিশালে দুজনের মৃত্যু ও ৬২ জন আক্রান্ত হয়েছে।

রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল তুলনামূলক বেশি। গত সোমবার সকাল থেকে বরিশাল নগরীর ব্যস্ততম সদর রোড, গীর্জা মহল্লা, কাটপট্টি, চকবাজার, বাজার রোড, পোর্ট রোড, জেলখানার মোড়, নতুনবাজার, নতুল্লাবাদ, সিএন্ডবি রোড চৌমাথা, বটতলা চৌরাস্তা, বাংলা বাজার, রূপাতলী, লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকার সবকটি রাস্তায় সবধরনের যানবাহন চলতে দেখা গেছে। চেকপোস্ট আগের মতো থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণ ছিল কিছুটা শিথিল। আগের তুলনায় সড়কে মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, টেম্পু, সিএনজি অটোরিকশা, রিকশার সংখ্যা বেশি। মূল সড়কগুলোতে তো আছেই, অলিগলিতে দেখা যাচ্ছে মানুষের উপড়েপড়া ভিড়। কোথাও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই, যে যার মতো বের হচ্ছে। যদিও এসব নিয়ন্ত্রণে প্রতিদিনই অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত।

চকবাজারের কয়েকজন বিক্রেতা বলেন, সামনে ঈদ আসছে। এর মধ্যে লকডাউন। প্রায় এক বছর কোনো বেচাকেনা করা যায়নি। এভাবে চললে দেশ ছেড়ে পালাতে হবে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় মোট নতুন আক্রান্তের সংখ্যা ২৩ জন, এর মধ্যে শুধু সিটি করপোরেশন এলাকায় ১৫ জন রয়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন আছেন ৭৮ জন, এর মধ্যে করোনা পজিটিভ ২৪ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট নমুনা জমা পড়েছে ১৯১টি। এর মধ্যে ৫৩টির নমুনা করোনা পজিটিভ হয়। পজিটিভের হার শতকরা ২৭ দশমিক ৭৪।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত দাস বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা তৎপর রয়েছি। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তাছাড়া আমরা অভিযান চালিয়ে জরিমানাও আদায় করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments