দখিনের সময় ডেক্স:
কামরাঙ্গীর চরে ব্র্যান্ড নকল করে সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে দেয়া হয়েছে অর্থদণ্ড।
মঙ্গলবার বেলা এগারটায় নিউমার্কেটের ফলের বাজারে অভিযান চালায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত। এসময় ৯ ধরনের ফলে পরীক্ষা চালালেও কোন ফরমালিন বা কেমিক্যালের অস্তিত্ব ছিলো না।
এসময় ওজন মাপার যন্ত্রের বিএসটিআই’র অনুমোদন না থাকায় এক দোকানীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায় কামরাঙ্গীর চরের দুটি সেমাই কারখানায়। কারখানা দুটি নিজস্ব ব্র্যান্ডের সেমাই তৈরির পাশাপাশি বোম্বে সুইটস অ্যান্ড চানাচুরের ব্র্যান্ড দিয়েও সেমাই তৈরি করছিলো।
আরেক কারখানার মালিক গত ফেব্রুয়ারিতেও পঞ্চাশ হাজার টাকা জরিমানা গুনলেও একইভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছিলেন তিনি।