Home আন্তর্জাতিক নির্বাচনের রণকৌশল ঠিক করার  ফি ১০০ কোটি রুপি

নির্বাচনের রণকৌশল ঠিক করার  ফি ১০০ কোটি রুপি

দখিনের সময় ডেস্ক:
নির্বাচনের রণকৌশল ঠিক করার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেন ভারতের ভোট-কুশলী ও ‘জন সুরজ পার্টি’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক প্রশান্ত কিশোর (পিকে)। বিষয়টি তিনি নিজেই স্বীকার করে জানান, কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাকে নির্বাচনী পরামর্শ দেওয়ার জন্য ১০০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। তার দাবী, তার পরামর্শের জোরেই এই মুহূর্তে দেশের ১০টি রাজ্যে সরকার চলছে।
বিহারে আসন্ন বিধানসভার উপনির্বাচন উপলক্ষে গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার একটি নির্বাচনী প্রচারণায় উপস্থিত থেকে এ কথা প্রকাশ্যে আনেন পিকে। বিহারের বেলাগঞ্জে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানুষ প্রায়ই তাকে জিজ্ঞাসা করে যে কিভাবে তিনি তার নির্বাচনী প্রচারণার খরচ জোগাড় করেন।
এই প্রসঙ্গ উত্থাপন করেই পিকে বলেন, ‘আমার পরামর্শের জোরেই এই মুহূর্তে দেশের ১০টি রাজ্যে সরকার চলছে। আপনারা কি মনে করেন যে নির্বাচনে প্রচারণার জন্য টেন্ট বা মঞ্চ করার জন্য আমার কাছে পর্যাপ্ত অর্থ নেই?আপনারা কি মনে করেন যে আমি ততটা দুর্বল?বিহারে এখনো পর্যন্ত কোনো মানুষ আমার পারিশ্রমিকের অর্থের পরিমাণ শোনেনি। শুধুমাত্র একটি নির্বাচনে পরামর্শ দেওয়ার জন্য আমি ১০০ কোটি রুপি বা তার বেশি নিয়েছি। অর্থাৎ একটি মাত্র নির্বাচনী পরামর্শ থেকে প্রাপ্ত অর্থ দিয়েই আমি আগামী দুই বছরের জন্য আমার নির্বাচনী প্রচারণার খরচ চালাতে পারি।’
আর পিকের এই মন্তব্যের পরেই পরিষ্কার যে, ২০২২ সালে পশ্চিমবঙ্গেও নবান্ন দখলে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকেও সমপরিমাণ অর্থ দিতে হয়েছিল। কারণ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে ভোট কুশলী প্রশান্ত কিশোরকে রাজ্যে নিয়ে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জি। রাজ্যে তৃণমূলের ভিত মজবুত করার গুরু দায়িত্ব ছিল পিকের কাঁধে। সেই দায়িত্ব সফলতার সাথে পালন করেছিলেন তিনি।
আসন্ন উপনির্বাচনে বিহারের ৪টি বিধানসভা আসনে পিকে’র দল ‘জন সুরজ পার্টি’ তাদের প্রার্থী দিয়েছে। বেলাগঞ্জ কেন্দ্রে মো. আমজাদ, ইমামগঞ্জ থেকে জিতেন্দ্র পাশওয়ান, রামগড় থেকে সুশীল কুমার সিং কুশওয়া এবং তারারি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কিরণ সিং। আগামী ১৩ নভেম্বর এই ৪টি কেন্দ্রে উপনির্বাচন, গণনা ২৩ নভেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments