Home শীর্ষ খবর ডিসেম্বরের মধ্যে ১৫ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি

ডিসেম্বরের মধ্যে ১৫ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি

দখিনের সময় ডেস্ক:
চলতি বছরের মধ্যে সারা দেশে সাংগঠনিক কাঠামো গোছানোর পরিকল্পনা হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে ইতোমধ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে সংগঠনটি। জানা গেছে, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনটি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রায় ১৫টি জেলায় কমিটি ঘোষণা করতে পারে।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব আরিফ সোহেল বলেন, যেসব জেলায় কমিটি করা হবে, সেই জেলাগুলোর বেশির ভাগ উপজেলার কমিটি তৈরি হয়ে গেছে। উপজেলা কমিটি জেলা কমিটির সঙ্গেই ঘোষণা করা হবে। আন্দোলনের সঙ্গে জড়িত, আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সংগঠিত এবং তাদেরকে সঙ্গে নিয়ে অভ্যুত্থানে স্পিরিট অনুযায়ী কাজ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমিটি আগেই গঠন হয়েছে। চার সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রধান হন হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব হন আরিফ সোহেল। কমিটির বাকি দুজন- মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার (২ নভেম্বর) কুষ্টিয়া জেলায় আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়। আগামী ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এ কমিটির অনুমোদন দেন।
গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নেয়। সেই অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই  আন্দোলন পরিচালনায় ৮ জুলাই ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৩ আগস্ট তা বাড়িয়ে ১৫৮ সদস্যের করা হয়। পরে ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক পরিচয়ে অনেকের বিরুদ্ধে নানা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এর পর ২২ অক্টোবর ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংবাদ সম্মেলনে তখন বলা হয়েছিল, ভুয়া সমন্বয়ক পরিচয়ে কেউ যেন অপকর্ম করতে না পারেন, সে জন্য তারা সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে চান। শিগগিরই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

৭০ শতাংশ সঞ্চয়পত্র ধনীদের হাতে

দখিনের সময় ডেস্ক: নিম্ন ও মধ্যবিত্তদের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে সঞ্চয়পত্রে উচ্চ সুদ দিচ্ছে সরকার। জনগণের করের টাকায় দেওয়া এই সুদের সিংহ ভাগই খাচ্ছেন...

সঞ্চয়পত্র থেকে তিন মাসে ৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

দখিনের সময় ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্র থেকে সরকার নিট ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ঋণ নিয়েছে। গত অর্থবছরের একই সময়ে যেখানে...

শুরু হয়েছে শুটকি মৌসুম, চলছে  মাছ ধরা ও শুকানোর কাজ

দখিনের সময় ডেস্ক: সুন্দরবনে শুটকি উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) থেকে ১০ হাজার জেলে মাছ ধরা ও শুকানোর কাজে নেমে পড়েছেন। শুষ্ক মৌসুমে...

আট হাজার পিস ইয়াবাসহ উত্তরায় মাদক কারবারি আটক

দখিনের সময় ডেস্ক: প্রথম দিনেই রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের ঢাকা থেকে ময়মনসিংহগামী হাইওয়ে রাস্তার পূর্ব পাশে পলওয়েল কারনেশন শপিং কমপ্লেক্সের সামনে বিশেষ চেকপোস্ট চলাকালে...

Recent Comments