Home সারাদেশ দুর্ভোগের অপর নাম লামচরী গ্রাম

দুর্ভোগের অপর নাম লামচরী গ্রাম

রাসেল হোসেন ॥
দুর্ভোগের অপর নামই যেন লামচরী গ্রাম। কখনো নদী ভাঙ্গল কখনো জোয়ারের পানি দুর্ভোগ বাড়িয়ে দেয় কয়েকগুন। নদী বেষ্টিত বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের লামচরী গ্রাম থেকে বরিশাল শহরে যাতায়াত একটি মাত্র সড়ক। এই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় ১০ হাজার মানুষ।
তালতলী থেকে লামচরী বাজার পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের ৪ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী। সামান্য বৃষ্টি বা জোয়ারের পানিতে ডুবে যায় সড়কের অধিকাংশ স্থান। গত ৭ আগস্ট পূর্নিমার জোয়ারের পানিতে সড়কটি ভেঙে যায়। বাধ্য হয়ে ট্রলারে যাতায়াত করে লামচরী গ্রামের বাসিন্দারা। এমতাবস্থায় লামচরী গ্রামে অবস্থিত ২ ইট বাটার মালিকদের সহযোগিতায় এলাকাবাসী সড়কটি চলাচলের জন্য মেরামত করে।
কিন্তু গতকাল আবার জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায় সড়কটি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান বলেন, আসলে তাৎক্ষণিকভাবে কিছু করার নেই। উপজেলা প্রকৌশলীকে বলেছি উনি অন দ্যা স্পটে গিয়েছিল। তারা অলরেডি একটা প্রকল্প দিয়েছে ওটা পাশ হলেই কাজ শুরু হয়ে যাবে।
উল্লেখ্য এ এলাকার কদমতলা, পোটকার চর, উত্তর লামচরী, দক্ষিন লামচরীসহ পাঁচটি গ্রামে অন্তত ৭ যায়গায় রাস্তা বিচ্ছিন্ন হয়ে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments