Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি নবজাতককে ফেলে দিলো কিশোরী মা, ৯৯৯-তে ফোনে উদ্ধার

নবজাতককে ফেলে দিলো কিশোরী মা, ৯৯৯-তে ফোনে উদ্ধার

দখিনের সময় ডেস্ক

যশোরে একদিন বয়সী ফুটফুটে নবজাতককে কলাবাগান এলাকায় একটি বাড়ির বাথরুমের পেছনের গলি থেকে উদ্ধার করা হয়েছে। এক কিশোরী মা তাকে ফেলে যায়। শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ নবজাতককে উদ্ধার করে।

মঙ্গলবার (২৭ জুলাই) যশোর উপশহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। যশোর উপশহর ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল বাশার বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে খবর পাই কলাবাগান এলাকায় একটি বাড়ির বাথরুমের পেছনে একটি গলির ভেতরে মানব শিশুর কান্না শোনা যাচ্ছে। পরে সেখানে একটি শিশুকে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।’

খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল মালেক ঘটনাস্থলে যান এবং শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এসআই সাইফুল মালেক বলেন, ‘উদ্ধারের সময় শিশুটির শরীরে ডেইয়োর (বিষাক্ত পিঁপড়াজাতীয় প্রাণী) কামড়ের চিহ্ন ছিল। রাতেই অভিযান চালিয়ে শিশুর মা ও বাবাকে শনাক্ত করে দুজনকেই আটক করি।’

শিশুটির মায়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সে অষ্টম শ্রেণিতে পড়তো। বেশ কয়েক বছর ধরে বাঘারপাড়া উপজেলার ছোটখুদড়া এলাকার এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। একপর্যায়ে তা শারীরিক সম্পর্কে রূপ নেয়। ফলে সে সন্তানসম্ভবা হয় এবং গতরাতে প্রসব করে।

এদিকে, শিশুটিকে সুস্থ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার (২৮ এপ্রিল) দুপুরেই তার মায়ের কাছে দিয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, ‘শিশু ও তার মায়ের আল্ট্রাসনো করা হয়েছে। এছাড়া ডিএনএ পরীক্ষার জন্য উভয়ের চুল, রক্ত, নখ ইত্যাদি সংগ্রহ করা হয়েছে। আদালত চাইলে আমরা রিপোর্ট পেশ করব।’

যশোর কোতোয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, মেয়েটি সন্তানসম্ভবা হওয়ার পর প্রেমিক তাকে গ্রহণ করতে চায়নি। বিয়ে করতেও অস্বীকার করে। এ ঘটনায় গেল রাতে তার (ছেলেটির) বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়। বুধবার দুপুরে মেয়েটি ও তার প্রেমিককে আদালতে হাজির করা হয়।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই খায়রুজ্জামান বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান মেয়েটিকে তার বাবার জিম্মায় এবং তার প্রেমিককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments