কাজী হাফিজ ।।
সুস্থ নারী মানে, সুস্থ আগামীর প্রজন্ম। নারী মানেই স্নিগদ্ধতা, নারী মানেই প্রকৃতির প্রতিচ্ছবি। আবার নারী মানেই হাজারো বাধা হাজারো প্রতিবন্ধকতা। এমন হাজারো প্রতিবন্ধকতার মাঝে অন্যতম প্রতিবন্ধকতা “পিরিয়ড”,যা এই একবিংশ শতাব্দীতে এসেও নারীদের জন্য প্রতিবন্ধকতা হয়ে রয়ে গেছে। একেবারেই প্রাকৃতিক ও স্বাভাবিক ঘটনা হওয়ার পরও, হাজারও কুসংস্কারের কারণে পিরিয়ডকালীন নারীরা এদেশে সম্মুখীন হন নানান জটিলতার। এমনকি পিরিয়ডকালীন মেয়েদের খাদ্যতালিকায়ও আরোপ করা হয় বিভিন্ন বিধিনিষেধ। যেখানে এই সময় অধিক পুষ্টিকর খাবার খাওয়া শারীরিক সুস্থতার জন্য বেশি প্রয়োজনীয়, সেখানে বরং কম খাবার দেওয়া হয় তাদেরকে। এমন কিছু কুসংস্কার ও অসচেতনতা ডেকে আনতে পারে নারীর জীবনে অপূরণীয় ক্ষতি।
এ লক্ষ্যে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি)-বরিশাল জেলা’ ও ‘ইমপেক্ট ইয়ুথ সাসটেইনেবিলিটি বাংলাদেশ এর একটি যৌথ প্রয়াস ছিল ” Safe Months, Healthy girls”প্রজেক্ট। যেখানে গত ১৪ আগস্ট বরিশালের ৩০ গোডাউন সংলগ্ন বস্তি এলাকায় একশতাধিক নারীর মধ্যে বিতরণ করা হয় স্যানিটারি ন্যাপকিন। সেই সাথে নারীদের ‘পিরিয়ড’ চলাকালীন শারীরিক ও মানসিক সমস্যা এবং সমাধান নিয়ে নারীদের সচেতন করার মাধ্যমে তারা চেষ্টা করেছে আমাদের প্রজেক্টটি সম্পন্ন করতে।
ভিবিডি বরিশাল জেলার পাবলিক রিলেশন অফিসার ইব্রাহিম চাপরাশি বলেন, ”আমরা জানি যে আমাদের সমাজে নারীরা কতটা কষ্ট সহ্য করে তার মধ্যে একটি হল ঋতুস্রাব। এসময়ে না জেনে করা কাজগুলো তাদের জীবনে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলা স্যানিটারি ন্যাপকিন প্রদান ও কিছু স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদের অবগত করার চেষ্টা করে।”
ইম্পেক্ট ইয়ুথ সাসটেইনেবিলিটি এর কান্ট্রি ডিরেক্টর মোঃ ইমরান হোসেইন বলেন, ”পিরিয়ড নিয়ে আমাদের পরিবারগুলোতেই এক ধরনের বাধা তৈরি হচ্ছে। পরিবারের সদস্য, মা-বাবা, ভাই-বোন কেউই এটা নিয়ে কথা বলতে চায় না। তাই আমাদের লক্ষ্য শুধু প্যাড বিতরণ নয়,মানুষের চিন্তার পরিবর্তন করা।যাতে আমাদের মেয়েরা সবকিছুতেই তাদের যোগ্যতার প্রমাণ রাখতে পারে।পিরিয়ড যেন তাদের লজ্জার কারন না হয়, এটা হোক গর্বের।”
Post Views:
71