Home সারাদেশ শতাধিক সুবিধাবঞ্চিত নারীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করল ভিবিডি-বরিশাল জেলা

শতাধিক সুবিধাবঞ্চিত নারীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করল ভিবিডি-বরিশাল জেলা

কাজী হাফিজ ।।
সুস্থ  নারী মানে, সুস্থ  আগামীর প্রজন্ম। নারী মানেই স্নিগদ্ধতা, নারী মানেই প্রকৃতির প্রতিচ্ছবি। আবার নারী মানেই হাজারো বাধা হাজারো প্রতিবন্ধকতা। এমন হাজারো প্রতিবন্ধকতার মাঝে অন্যতম প্রতিবন্ধকতা “পিরিয়ড”,যা এই একবিংশ শতাব্দীতে এসেও নারীদের জন্য প্রতিবন্ধকতা হয়ে রয়ে গেছে। একেবারেই প্রাকৃতিক ও স্বাভাবিক ঘটনা হওয়ার পরও, হাজারও কুসংস্কারের কারণে পিরিয়ডকালীন নারীরা এদেশে সম্মুখীন হন নানান জটিলতার। এমনকি পিরিয়ডকালীন মেয়েদের খাদ্যতালিকায়ও আরোপ করা হয় বিভিন্ন বিধিনিষেধ। যেখানে এই সময় অধিক পুষ্টিকর খাবার খাওয়া শারীরিক সুস্থতার জন্য বেশি প্রয়োজনীয়, সেখানে বরং কম খাবার দেওয়া হয় তাদেরকে। এমন কিছু কুসংস্কার ও অসচেতনতা ডেকে আনতে পারে নারীর জীবনে অপূরণীয় ক্ষতি।
এ লক্ষ্যে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি)-বরিশাল জেলা’ ও ‘ইমপেক্ট ইয়ুথ সাসটেইনেবিলিটি বাংলাদেশ এর  একটি যৌথ প্রয়াস ছিল ” Safe Months, Healthy girls”প্রজেক্ট। যেখানে গত ১৪ আগস্ট বরিশালের ৩০ গোডাউন সংলগ্ন বস্তি এলাকায় একশতাধিক  নারীর মধ্যে বিতরণ করা হয় স্যানিটারি ন্যাপকিন। সেই সাথে নারীদের ‘পিরিয়ড’ চলাকালীন শারীরিক ও মানসিক সমস্যা এবং সমাধান নিয়ে নারীদের সচেতন করার মাধ্যমে তারা চেষ্টা করেছে আমাদের প্রজেক্টটি সম্পন্ন করতে।
ভিবিডি বরিশাল জেলার পাবলিক রিলেশন অফিসার ইব্রাহিম চাপরাশি বলেন, ”আমরা জানি যে আমাদের সমাজে নারীরা কতটা কষ্ট সহ্য করে তার মধ্যে একটি হল ঋতুস্রাব। এসময়ে না জেনে করা কাজগুলো তাদের জীবনে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলা স্যানিটারি ন্যাপকিন প্রদান ও কিছু স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদের অবগত করার চেষ্টা করে।”
ইম্পেক্ট ইয়ুথ সাসটেইনেবিলিটি এর কান্ট্রি ডিরেক্টর মোঃ ইমরান হোসেইন বলেন, ”পিরিয়ড নিয়ে আমাদের পরিবারগুলোতেই এক ধরনের বাধা তৈরি হচ্ছে। পরিবারের সদস্য, মা-বাবা, ভাই-বোন কেউই এটা নিয়ে কথা বলতে চায় না। তাই আমাদের লক্ষ্য শুধু প্যাড বিতরণ নয়,মানুষের চিন্তার পরিবর্তন করা।যাতে আমাদের মেয়েরা সবকিছুতেই তাদের যোগ্যতার প্রমাণ রাখতে পারে।পিরিয়ড যেন তাদের লজ্জার কারন না হয়, এটা হোক গর্বের।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments