Home সারাদেশ মেঘনা নদীতে ৪০ কিলোমিটার সাঁতার কেটে বকুলের রেকর্ড

মেঘনা নদীতে ৪০ কিলোমিটার সাঁতার কেটে বকুলের রেকর্ড

দখিনের সময় ডেস্ক :

টানা ৪০ কিলোমিটার মেঘনা নদীতে সাঁতার কেটে রেকর্ড গড়লেন নরসিংদীর পল্লী চিকিৎসক বকুল সিদ্দিক।

মঙ্গলবার (৩ আগস্ট ) সকাল ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহেবনগর থেকে সাঁতার শুরু করেন তিনি। উত্তাল মেঘনার বুকে টানা ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুর ১২টা নাগাদ নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা ঘাটে এসে পৌঁছান।

এসময় স্পিডবোট, নৌকা ও ট্রলার নিয়ে শতশত দর্শক তার সঙ্গে ছিলেন। নদীর দুইপাড়ে ছিলো উৎসুক জনতার ভিড়। ঘাটে হাজার হাজার মানুষ তাকে অভিবাদন জানাতে জড়ো হয়।

সিদ্দিকী গত বছরের ২৩ আগস্ট টানা ৪ ঘণ্টায় সাঁতার দিয়ে ১৫ কিলোমিটার উত্তাল মেঘনা পাড়ি দেন। এরপর স্থানীয়দের পক্ষ থেকে ১ লাখ টাকাও পুরস্কার জিতে নেন তিনি।

এ বছর ব্যক্তিগতভাবে পূর্ব ঘোষণা দিয়ে ভৈরব বাজারের পাশ থেকে রায়পুরার হাইরমারা ইউনিয়নের মনিপুরাঘাটে ৪২ কিলোমিটার টানা সাঁতরে পার হন। পল্লী চিকিৎসক বকুল সিদ্দিক, সাঁতারের মাধ্যমে তিনি বিশ্বের দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান।

ছয় সন্তানের জনক বকুল পেশায় একজন পল্লী চিকিৎসক। তিনি নরসিংদী সদর উপজেলার খোলাদিলা গ্রামের ডা. সিদ্দিকুর রহমানের ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না সড়ক দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

Recent Comments