Home সারাদেশ জকিগঞ্জে ২৮তম গ্যাসক্ষেত্রের খোঁজ পেয়েছে বাপেক্স

জকিগঞ্জে ২৮তম গ্যাসক্ষেত্রের খোঁজ পেয়েছে বাপেক্স

দখিনের সময় ডেস্ক : 

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের সেমিনারে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি জানান, এখান থেকে এক যুগেরও বেশি সময় ধরে, নিরবচ্ছিন্ন ভাবে গ্যাস তোলা যাবে।

দেশে ২৭টি গ্যাসক্ষেত্রে থেকে দিনে ২৩০ কোটি ঘনফুট করে গ্যাস তোলা হচ্ছে। আরো একশ কোটি ঘনফুট গ্যাস আমদানি হয়। তারপরও ঘাটতি থেকে যায় ৪০ কোটি ঘনফুট। তবে এখন তা কমে যাবে। কেননা, জকিগঞ্জে ২৮তম গ্যাসক্ষেত্রের খোঁজ পেয়েছে বাপেক্স।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নতুন করে গ্যাস এক্সপ্লরেশনের বিষয়ে আজকে আমি বিশেষভাবে জানাতে চাই- জকিগঞ্জে আমরা ইতোমধ্যে প্রায় ৬৮ পিসিএফ (প্রতি বর্গ ইঞ্চি) গ্যাসের সন্ধ্যান আমরা পেয়েছি। প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করতে পারব। যেখান থেকে প্রায় ১২ থেকে ১৩ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করতে পারব। যার মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা।

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে মন্ত্রণালয়ের আয়োজিত সেমিনারে এর আগে মূল প্রবন্ধে জানানো হয়, দেশের মোট জ্বালানি চাহিদার ৮১ দশমিক ৬ শতাংশই স্থানীয়ভাবে উৎপাদিত হয়। শিল্পোন্নত অনেক দেশের চেয়ে বাংলাদেশের আমদানি নির্ভরতা কম। তবে ভবিষ্যতে বিদেশের জ্বালানির উপর নির্ভরতা বাড়লেও ভয়ের কিছু নেই।

কিন্তু এ কথায় খুব একটা আশ্বস্ত হতে পারেননি জ্বালানি বিশেষজ্ঞরা। তারা মনে করেন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, বিতরণ ব্যবস্থা আর আমদানি ব্যবস্থাপনায় এখনো অনেক ঘাটতি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments