Home সারাদেশ যেভাবে ধরা পড়লো নকল সিআইডি অফিসার

যেভাবে ধরা পড়লো নকল সিআইডি অফিসার

দখিনের সময় ডেস্ক : 

রাজধানীর গাবতলীতে ট্রাফিক সার্জেন্টের কাছে হাতেনাতে ধরা পড়েছে এক নকল সিআইডি অফিসার। তিনি সিআইডি’র ইন্সপেক্টর পরিচয় দিয়েছিলেন। তার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ।

আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি নিজেই পুলিশের কাছে স্বীকার করেছেন যে- সিআইডি অফিসার পরিচয় দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তিনি। ভুয়া এই পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তুলতে কোমরে রাখতেন ওয়াকিটকি।

পুলিশের কাছে পুলিশ পরিচয় দিতে গিয়েই অবশেষে ধরা পড়তে হলো তাকে। গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গাবতলী থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট ঝোটন সিকদার। এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে সার্জেন্ট ঝোটন বলেন, গরুরহাট ক্রসিংয়ে ডিউট করার সময় নিয়মিত কাজের অংশ হিসেবে একটি মোটরসাইকেল সংকেত দিয়ে কাগজপত্র দেখতে চাই। মোটরসাইকেল আরোহী তখন নিজেকে পুলিশ ইন্সপেক্টর মো. হাবিবুল্লাহ, সিআইডিতে কর্মরত আছেন বলে পরিচয় দেন। তার কোমরে একটি ওয়্যারলেস দৃশ্যমান ছিল। তার দেওয়া তথ্য সন্দেহজনক মনে হলে আরও প্রশ্ন করার এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, তিনি পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে ওয়্যারলেস সঙ্গে নিয়ে বিভিন্নস্থানে ঘুরে বেড়ান।

ঝোটন সিকদার আরও বলেন, এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের বৈধ কাগজপত্রও ছিল না। নম্বর প্লেটে ছিল না কোনো বৈধ রেজিস্ট্রেশন নম্বর। সেখানেও পুলিশের পরিচয় ব্যবহার করেছেন তিনি। নম্বর প্লেটে লেখা ছিল – ‘উগচ, ঊঘএ-৫৮৬৮’। পুলিশের ইন্সপেক্টর হিসেবে তার পরিচয় ভুয়া হিসেবে নিশ্চিত হওয়ার পর আমরা তাকে তার মোটরসাইকেল ও ওয়্যারলেস সেটসহ সংশ্লিষ্ট দারুস সালাম থানায় বুঝিয়ে দেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments