Home সারাদেশ দুমকিতে মুরাদিয়া-ভক্তবাড়ী রাস্তার বেহাল দশা

দুমকিতে মুরাদিয়া-ভক্তবাড়ী রাস্তার বেহাল দশা

মোঃ মিনহাজ উদ্দিন মিন্টু ।।

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারের জিরো পয়েন্ট থেকে কলবাড়ী বাজার হয়ে ভক্তবাড়ী রাস্তার বেহাল দশা। মেরামত জরুরি হয়ে পড়েছে।

মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার জনসাধারণ এই সড়কটি দিয়ে যাতায়াত করে। ব্যবসায়ীরা এ রাস্তা দিয়ে মালমাল পরিবহন করে।

কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও শাকসবজি বোর্ড অফিস বাজারসহ বিভিন্ন বাজারে বিক্রির জন্য একমাত্র যাতায়াত মাধ্যম এ রাস্তাটি। এছাড়াও এ রাস্তা দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তাটি বর্তমানে বিভিন্ন স্থানে খানাখন্দে পরিনত হয়েছে। বিটুমিন ও খোয়া উঠে গর্তে পরিনত হয়েছে। অটো রিকশা ভ্যান, মটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, রাস্তার এমন বেহাল অবস্থার কারণে গত জুন মাসের প্রথম দিকে এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে সন্তান প্রসব করেছেন। তাঁরা বলেন, প্রতিশ্রুতি মিলেছে অনেক, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছেনা।

উপজেলা নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান বলেন, ১০.৪ কিলোমিটার দীর্ঘ রাস্তার ৬ কিলোমিটার কলবাড়ি বাজার পর্যন্ত আপন প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে এবং কলবাড়ি বাজার থেকে ১ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের আওতায় আগষ্টের সভায় উপস্থাপন করা হয় এবং বাকি রাস্তা পরবর্তীতে সংস্কারের ব্যবস্থা করা হবে। এছাড়াও রাস্তাটি সংস্কারের দাবি জানান স্থানীয় জনগন।

এ প্রসঙ্গে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার বলেন, আমি নির্বাচিত হওয়ার পরই সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। রাস্তা মেরামতের জন্য ইতিমধ্যে কর্তৃপক্ষ একাধিকবার মেপে গেছেন। অচিরেই মেরামতের কাজ শুরু হবে। এছাড়াও তিনি ৯নং ওয়ার্ডের সন্তোষদী লঞ্চঘাট-নেঘাবান বাড়ি পর্যন্ত ওয়াপদা বেড়িবাঁধের কাঁচা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের কাছে। অবিলম্বে সংস্কার করা না গেলে শত শত একর ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments