স্টাফ রিপোর্ট।।
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে স্বামী আসিফ ইকবাল টিটু (৩৮) নিহত হয়েছেন।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ইসলামনগর ব্রিজের নিচে ধলেশ্বরী নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত টিটু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মৃত. আবদুল মান্নানের ছেলে। তিনি সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের হাজী আ. করিমের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আসিফ ইকবাল টিটুর(৩৮) স্ত্রী শাম্মী আক্তার টুনি(৩১) উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর ব্রিজের নিচে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন।
এ সময় পাশেই তার স্বামী বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ দেখতে পায় তার স্ত্রী শাম্মী আক্তার টুনি পানিতে ডুবে যাচ্ছে। তখন নিহত টিটু তার স্ত্রীকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা স্ত্রীকে জীবিত উদ্ধার করলেও স্বামী পানিতে ডুবে নিখোঁজ হয়।
স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিংগাইর থানা পুলিশের সহায়তায় প্রায় ৩ ঘণ্টা খোঁজাখুজি করে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views:
43