Home সারাদেশ শরীয়তপুর ও পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় আহত ২৩

শরীয়তপুর ও পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় আহত ২৩

দখিনের সময় ডেস্ক :

পটুয়াখালী ও শরীয়তপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ২৩ জন আহত হয়েছেন। পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা ও ঘোড়া মার্কার কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আজ শনিবার (৬ই নভেম্বর) সকাল সোয়া ১০টার সময় ৯নং ওয়ার্ডের কালাম চৌকিদার বাড়ির দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: নৌকা মার্কার সমর্থক নজরুল (৪৫), সাইফুল(২৫), রিয়াজ মৃধা (২০), মনির (৪০), কাওসার (২০), নিজাম (১৮) এবং ঘোড়া মার্কার সমর্থক শাহিন( ২০), ইমরান (২৫), হেলাল (২০), রায়হান(২০) ও রাসেল (২১)। আহতদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী অ্যাড. কামাল হাসেন বিশ্বাসের কর্মী নজিরের সাথে ও ঘোড়া মার্কার প্রার্থী শাহজাদা হাওলাদারের সমর্থক শাহিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন নজিরকে আটক করে মারধর করে। এ ঘটনা জানাজানি হলে নৌকা মার্কার কর্মী সমর্থক ঘটনাস্থলে গিয়ে শাহিনকে কুপিয়ে জখম করে। পরে ঘোড়া মার্কার কর্মী সমর্থকরা ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১১ নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, নওমালা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এদিকে, শরীয়তপুরে রুদ্রকর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালী ও তার সমর্থকদের ওপর হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে রুদ্রকর ইউনিয়নের সুবোচনি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এসময় ভাঙচুর করা হয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও নেতাকর্মীদের ৩টি মোটরসাইকেল।

সিরাজুল ইসলাম ঢালীর সমর্থকরা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ঢালীর সমর্থকরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রচারণা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে সভা করছিলেন সিরাজুল ইসলাম ঢালী। রাত ১১টার দিকে প্রায় ৩ শতাধিক সন্ত্রাসী ও সমর্থক নিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় হাবিবুর রহমান ঢালী। হামলায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠিয়েছে চিকিৎসকরা। আহত অপর ৬ জনকে শরীয়তপুর সদর হাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই রুদ্রকর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments