Home সারাদেশ পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ: আওয়ামী লীগ নেতাসহ আটক ৯

পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ: আওয়ামী লীগ নেতাসহ আটক ৯

দখিনের সময় ডেস্ক :

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককালে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

গতকাল রোববার (৭ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণার সময় হামলার শিকার হয়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে বিকেলে রাত সাড়ে সাতটার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন শুভ। তখন স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকরা শুভ ও তার সমর্থকদের ওপর হামলা করে বলে অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা তাদের লক্ষ করে গুলি ছুড়লে শুভ’র বাম কাঁধে গুলি লাগে।

পরবর্তীতে শুভকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেয়া হয়েছে। হামলার সময় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। আহত শুভ ছাড়াও আরও কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গতকালের ঘটনায় নাসির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে আটক করা হয়েছে। তাদের সাথে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি ঘটনায় ব্যবহার হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments