Home সারাদেশ খুলনা ও নাটোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অর্ধশত

খুলনা ও নাটোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অর্ধশত

দখিনের সময় ডেস্ক :

খুলনা ও নাটোরে গণঅনশন কর্মসূচি পালনের সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে খুলনার কেডি রোডে বিএনপি কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। পরে সমাবেশে বাধা দিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ আহত হন অন্তত ২০ জন।

এদিকে, সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।  এ সময় ইটের আঘাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিকসহ ২০ জন আহত হন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, বিএনপির অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে এবং ইটপাটকলে নিক্ষেপ করেন। নেতাকর্মীদের হামলায় তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিপেটা, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments