Home সারাদেশ কোর্টে হাজিরা দিতে এসে গরু ডাকাতির পরিকল্পনা

কোর্টে হাজিরা দিতে এসে গরু ডাকাতির পরিকল্পনা

দখিনের সময় ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গরু ডাকাতির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিং এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার রাইহোগ্রামের মাইনুল ইসলামের ছেলে মিলন হোসেন ওরফে মিলন (৩২), একই উপজেলার মিরাপুর পাথরপুজা গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুজ্জামান (৩৮), একই উপজেলার রংপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রহমত আলী (৩২), বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামের গোলাম কাদিরের ছেলে মুনসুর আলী (৪৫), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ডুগলিভান্ডার গ্রামের ইশারুদ্দিনের ছেলে মো. কুরবান আলী (২৮) ও জয়পুরহাট জেলার রাঘবপুর মুন্নাপুকুরপাড় এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. মানিক (৩০)।

জানা গেছে, গত শুক্রবার রাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুরে আশরাফুল ইসলামের গরুর খামারে ডাকাতিতে অংশ নিয়েছিল ৭ ডাকাত। ঘটনার পর থেকেই পুলিশ ডাকাতদের ধরতে তৎপরতা শুরু করে। পরে পুলিশের অভিযানে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে।

পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল ৩ জন। এরমধ্যে দুই ডাকাত কোর্টে পূর্বের মামলায় হাজিরা দিতে এসেছিল। এ সময় তাদের দেখা। তখন সেখানেই তারা ডাকাতির পরিকল্পনা করে। এ সময় তারা বলেন, দেখা তো হয়েই গেল। তাহলে একটা কাজ করি। দুই ডাকাতের এমন চিন্তাভাবনার পরই তারা অন্য সহযোগীদের নিয়ে গরু ডাকাতি করে।

এ ঘটনায় পুলিশের ৬ সদস্যকে প্রত্যাহার করা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ১২ মিনিটের মধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। তারপরও বিষয়টি তদন্তের জন্য ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments