Home বিশেষ প্রতিবেদন বরিশালে বিবিডিসি'র ধর্ষণ বিরোধী মানববন্ধন

বরিশালে বিবিডিসি’র ধর্ষণ বিরোধী মানববন্ধন

তানজীল ‍ইসলাম শুভ ‍॥
বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব এর আয়োজনে ধর্ষনের একমাত্র সাজা মৃত্যুদন্ড চেয়ে নগরীতে মানববন্ধন করেছে। সম্প্রতি দেশে ধর্ষনের মত জঘন্য অপরাধ বেড়ে যাবার কারনে সমাজের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পরেছে। এই অবস্থা থেকে উত্তরনের লক্ষ্যে বরিশালের সর্ববৃহৎ রক্তদাতাদের নিয়ে তৈরি সেচ্ছাসেবী সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)- এর সদস্যদের নিয়ে আয়োজন করা হয় একটি মানববন্ধন।
স্বেচ্ছাসেবক ও রক্তদাতাদের সমন্বয়ে মানববন্ধনের মূল দাবী ছিলো “ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড” ও “শিশুর প্রাথমিক শিক্ষা থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার। মানববন্ধনটি আজ সোমবার (১২ই অক্টোবর) ২বেলা ১১ঃ৩০ ঘটিকায় রৌদ্রতাপ উপেক্ষা করে ধর্ষিতা বোনের প্রতিকী ও প্লাকার্ড নিয়ে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে অনুষ্ঠিত হয়।
যেখানে ধর্ষিতার প্রতীকী শরীর সামনে রেখে এবং ধর্ষকের প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে দাবী জানানো হয় ধর্ষনের একমাত্র শাস্তি হোক মৃত্যুদন্ড। বিভিন্ন বয়স এবং শ্রেনীপেশার শতাধিক মানুষ এই মানববন্ধন এর সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধন এ অংশ নেয়।
প্রসঙ্গত, বিবিডিসি ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বরিশাল জেলা ও তার আশপাশ এলাকার রক্তের প্রয়োজনে রোগীদের পাশে থেকেছে,এছাড়াও অসহায় রোগীদের নিয়মিত আর্থিকভাবেও সাহায্য করে আসছে। বরিশাল বিশ্ববিদ্যালয়, মেডিকেল, পলিটেকনিক কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠনটি গঠিত।
সংগঠনটির সভাপতি জনাব আওলাদ খান জানান, আর্তমানবতার সেবাই আমাদের লক্ষ্য।সংগঠনের সকল সদস্যদের পক্ষে বলেন, “যেকোনো মূল্যে ধর্ষণমুক্ত বাংলাদেশ দেখতে চাই” আর এটা সম্ভব করতে প্রথমেই দরকার আমাদের নৈতিক শিক্ষার, শিশুদের পাঠ্যক্রমে তাই নৈতিক শিক্ষার একটি অন্তত বইয়ের অন্তর্ভুক্তি চান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments