Home অন্যান্য বিচ্ছিন্ন কবজি জোড়ায় সফল খুলনার চিকিৎসকরা

বিচ্ছিন্ন কবজি জোড়ায় সফল খুলনার চিকিৎসকরা

দখিনের সময় ডেস্ক

খুলনার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ভারতীয় এক শ্রমিকের বিচ্ছিন্ন হওয়া বাম হাতের কবজি পুনরায় সংযোজন করে সফল হয়েছেন। ভারতীয় ওই শ্রমিক মুন্না রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত। খুলনার সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই সফল অস্ত্রোপচার করা হয়েছে। আট ঘণ্টার এই অস্ত্রোপচারের পর তিন দিনের মধ্যেই মুন্না জোড়া লাগানো হাতের আঙুল নড়াচড়া করতে পারছেন বলে চিকিৎসকরা দাবি করেছেন।

গত ৬ ফেব্রুয়ারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. এওয়াইএম শহীদুল্লাহর নেতৃত্বে ৯ সদস্যের একটি চিকিৎসক দল মুন্না মাহুত নামে ভারতীয় ওই শ্রমিকের অস্ত্রোপচার করেন। মেডিক্যাল টিমের প্রধান ডা. এওয়াইএম শহীদুল্লাহ বলেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। তিন দিনের মাথায় জোড়া লাগানো হাতের আঙুল নড়াচড়া করতে পারছেন মুন্না। এই জাতীয় অস্ত্রোপচার খুলনায় প্রথম। এটি আমাদের সফলতা।

মুন্নার হাত পুরোপুরি সুস্থ হয়ে যাবে আশা করা যায়। মুন্না বর্তমানে হাসপাতালের কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। এ বিষয়ে মুন্না মাহুত বলেন, হাতের কবজি ফিরে পাওয়ার আশা ছিল না। জোড়া লাগানোর পর এখন হাতের আঙুল নড়াচড়া করতে পারছি। অনেক আনন্দ লাগছে। চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ।

রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ক্রেন অপারেটর মুন্না গত ৬ ফেব্রুয়ারি কাজ করছিলেন। এ সময় হঠাৎ ক্রেন ছিঁড়ে কাচের দরজা তার হাতের ওপর পড়ে। এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বরফভর্তি প্লাস্টিকের পলিথিন ব্যাগে বিচ্ছিন্ন কবজি সংরক্ষণ করেন মুন্নার সহকর্মীরা। পরে মুন্নাকে কেসিএমএইচে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের চিকিৎসকরা দ্রুত সময়ের মধ্যে তার অস্ত্রোপচার করে হাতের কবজি জোড়া লাগিয়ে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments