Home সারাদেশ চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

দখিনের সময় ডেস্ক

চলন্ত ট্রেনে সেলফি তোলার সময় পড়ে গিয়ে রোহান আহমেদ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রোহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মোহাম্মদ রায়হানের ছেলে এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।

সোমবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে খুলনাগামী নকশীকাথাঁ এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় পৌঁছালে সিগন্যালে ধাক্কা লেগে পড়ে যায় রোহান।

স্থানীয়রা জানায়, সোমবার বিকালে ফার্মপাড়া এলাকার সিগন্যালের ধাক্কায় এক কিশোর পড়ে যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর কিশোরের পরিচয় মেলে। চুয়াডাঙ্গা সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান গণমাধ্যমকে বলেন, চলন্ত ট্রেনে রেলের ট্রাফিক সিগন্যালে ধাক্কা লেগে পড়ে যায় রোহান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয় এবং রাতেই ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আরও ৭ দিন স্কুল বন্ধ রাখার দাবি

দখিনের সময় ডেস্ক: ঘরে-বাইরে অসহ্য গরম, বাতাসে যেন আগুনের হলকা। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের...

স্বাস্থ্য খাতের চিত্র ভয়াবহ

আমাদের স্বাস্থ্য খাতের চিত্র কী? এক কথায় ভয়াবহ! এটি হচ্ছে আমজনতার কথা। তবে আমজনতার কথায় গুরুত্ব দেওয়ার ধারা অনেক আগেই গেছে হিমাগারে। এখন আর...

আজ বোমা ফাটাবেন বেনজীর, সকাল সাড়ে ১১টার অপেক্ষা

​​​​​​​দখিনের সময় ডেস্ক: সম্পদের পাহাড় গড়ার খবরে টক অফ দ্যা কান্ট্রি হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আজ বোমা ফাটাবেন। ‍এ জন্য তিনি সময়...

বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে হবে। সেজন্য তিনি দেশে চিকিৎসকদের আরো বেশি সেবার মনোভাবী হওয়ার অনুরোধ জানান।...

Recent Comments