Home শীর্ষ খবর প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে ছাত্রদলের বিশাল শো-ডাউন: দুই নেতার দ্বন্দ্বের নগ্ন প্রকাশ!

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে ছাত্রদলের বিশাল শো-ডাউন: দুই নেতার দ্বন্দ্বের নগ্ন প্রকাশ!

জুবায়ের আল মামুন ॥

বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে গতকাল শনিবার ছাত্রদল বরিশাল নগরীতে বিশাল শো ডাউন করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের বিশাল মিছিল অনেকেই অবাক বিস্ময়ে অবলোকন করেছেন। কেউ কেউ ভেবেছেন, এতো ছাত্র এখনো বিএনপিতে আছে! কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের অকল্পনীয় এই সাফল্য মাঠেমারা গেছে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার দ্বন্দ্বে। যা গতকাল অত্যন্ত নগ্নভাবে প্রকাশ পেয়েছে।
উল্লেখিত দুই কেন্দ্রীয় নেতা বরিশালের এবং তারা বরিশালে বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করতে মরিয়া বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বিভক্ত হয়ে মিছিল ও সমাবেশ করেছে মহানগর ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২ জানুয়ারি) বেলা ১২টায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সমর্থক অনুসারী বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. তারেক আল ইমরান, যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির নেতৃত্বে জেলা ও মহানগরের এক অংশ নগরীর সদর হাসপাতাল এলাকা থেকে মিছিল নিয়ে সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যলয়ে আসে।
সেখানে তরিকুল ইসলাম তরিকের সভাপতিত্বে সমাবেশ করে।

এসময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে দলীয় কার্যালয় ত্যাগ করে। এর পরপরই অলিখিত ও মুখে মুখে প্রচারিত কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন সমর্থিত অনুসারী সদ্য বহিস্কার আদেশ প্রত্যাহারকৃত বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু ও মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে নগরীর চৈতন্য স্কুলের সামনে থেকে এক র‌্যালি বের করে। র‌্যালীতে বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি আখতার হোসেন মেবুল, যুগ্ম সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল ইসলাম জাহিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তছলিম, মহানগর যুবদল সভাপতি আখতারুজ্জামান শামীমসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

বিএনপির দুই প্রভাবশালী নেতার অনুসারীদের মধ্যে দৃশ্যমান বিরোধ ও উত্তেজসা সংঘর্ষে রূপ নেবার আগেই পরিস্থিতি বিশেষ দক্ষতায় নিয়ন্ত্রনে আনে পুলিশ। এব্যাপারে কোতয়ালী মডেল থানার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ার কারণে তারা যেন দু’দল একে অপরের মুখামুখি না হতে পারে সে জন্য আগে থেকেই তাদের র‌্যালির পদ ভিন্ন করে দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments