Home সারাদেশ ফেরিতে আগুনে ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি, তদন্ত কমিটি গঠন

ফেরিতে আগুনে ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় মেঘনা নদীতে চলন্ত ফেরিতে অগ্নিকা-ে প্রায় ৮ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী এই তদন্ত কমিটি গঠন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ককশিট বোঝাই একটি পিকআপ ভ্যানে সিগারেটের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হালদারকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো.ফারুক হোসেন ও ভোলা বিআইডব্লিটিএ’এর সহকারী পরিচালক মো.কামরুজ্জামান। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার জানিয়েছেন, ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবো। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সব কিছুই তদন্তে উঠে আসবে।

ভোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানিয়েছেন, অগ্নিকা-ের ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কমপক্ষে ৮ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। মূলত আমরা ন্যাশনাল হেল্প ডেস্ক নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। সেখানে টানা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফেরিটি বর্তমানে মেঘনার গুনগুনিয়া চরে নোঙর করে রাখা হয়েছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর থেকে ভোলা যাওয়ার সময় মেঘনা নদীতে কলমীলতা নামের ওই ফেরিতে আগুন লেগে ৯টি যানবাহন পুড়ে যায়। গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও পিকআপ ভ্যান,  ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৯টি গাড়ি আগুনে পুড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments