Home সারাদেশ নারায়ণগঞ্জ জেলার হেফাজতের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার হেফাজতের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দখিনের সময় ডেক্স ॥

হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতা সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বশির উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে রাত ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, হেফাজত নেতা বশির উল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। বশির উল্লাহ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। নিয়ে হেফাজতের হরতালে নাশকতা সহিংসতার ঘটনায় সিটি কাউন্সিলর ইকবাল হোসেনসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হেফাজতে ইসলামের ডাকা গত ২৮ মার্চ হরতালে পুলিশহেফাজতের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন। ১৮টি গাড়িআগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে দুটি গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ শতাধিক যানবাহন। ওই দিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা অচল হয়ে পড়ে। ওই ঘটনায় পরের দিন পুলিশ বাদী হয়ে পাঁচটি এবং র‌্যাব বাদী হয়ে একটিসহ মোট ছয়টি মামলা করে। ছয় মামলায় ১৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় বিএনপি, জামায়াত হেফাজতের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments