দখিনের সময় ডেস্ক:
জুয়া খেলায় হেরে গিয়ে নিজ ঘরে রক্ত ছিটিয়ে নিখোঁজ হয়ে খুনের নাটক সাজান সিলেটের বিয়ানীবাজারের নাহিদ ইসলাম (২৮)। এ ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর তাকে নরসিংদী থেকে আটক করেছে সিলেট জেলা পুলিশের একটি দল। রোববার (২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গত শুক্রবার (৩১ মার্চ) সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মাথিউরা পূর্বপার গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. আব্দুল হেকিমের (৬৮) বাড়ির কেয়ারটেকার নাহিদ ইসলাম এই নাটক সাজান।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিখোঁজ হওয়া নাহিদের ঘরের আশপাশে ভালো করে তল্লাশি করে একটা বালতি ও মগে রং মেশানোর আলামত পাওয়া যায়। তখন এগুলো রক্ত কিনা,পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠালে তা মানুষের রক্ত বলে কেউ সুনির্দিষ্ট মতামত দিতে পারেননি। যদিও ঘরে রক্তের ছাপ দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হওয়াতে রহস্য উদ্ঘাটন ও জড়িতদের ধরতে বিয়ানীবাজার থানার একটি গোয়েন্দা দল অনুসন্ধান শুরু করেন। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী থেকে খুন হওয়ার নাটক সাজানো নাহিদকে আটক করতে সক্ষম হয় পুলিশ।