Home সারাদেশ ভোলার ঢালচরে ৪২ শ' একর জমির বন্দোবস্ত চায় ১৫ শ' পরিবার

ভোলার ঢালচরে ৪২ শ’ একর জমির বন্দোবস্ত চায় ১৫ শ’ পরিবার

গাজী মো. তাহেরুল আলম।। 

উপকূলীয় জেলা ভোলার চরফ্যাসনের ঢালচর ইউনিয়নে মেঘনার ভাঙনে ১৫শ’ ভূমিহীন পরিবারের জীবন কাটছে চরম অনিশ্চয়তায়।উত্তাল মেঘনার ভাঙনে প্রায় বিলীন হয়ে যাচ্ছে ঢালচর ইউনিয়ন। প্রায় ৩৫ বছর ধরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে সরেজমিনে সীমানা নির্ধারণ করে ভূমিহীন কৃষকদের জমি বুঝিয়ে দেয়ার দ্বারপ্রান্তে এলেও অদৃশ্য শক্তির ইশারায় ঝুলে গেছে সেই ৪২শ’ একর জমির বন্দোবস্ত প্রক্রিয়া।

সূত্রে জানা যায়, উপজেলা বিছিন্ন দ্বীপ ঢালচরের ১৫শ’ আশ্রয়হীন পরিবার উপকূলজুড়ে ছড়িয়ে থানা সদরের স্বজনদের বাড়ি বাড়ি কিংবা বেঁড়িবাধের ঢালে মানবেতর জীবন যাপন করছে। বন বিভাগের জবর দখলের কারনে ক্ষোভ বাড়ছে গৃহহারা ভূমিহীন পরিবারের মাঝে। সাগর মোহনার ঢালচর ২০১০ সনে চরফ্যাসন উপজেলার ১৯ নং ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পায়। দুর্ভাগ্যবশতঃ ইউনিয়নের মর্যাদা পাওয়ার পর প্রমত্তা মেঘনা ঢালচরের প্রতি বিরূপ হয়। মেঘনার থাবায় গত একদশকে ঢালচরের ১ থেকে ৬ নম্বর ওয়ার্ড নদী গর্ভে বিলিন হয়ে যায়। ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কিছু অংশ আর ৯ নম্বর ওয়ার্ড নিয়ে ঢালচর ইউনিয়নটি এখনও টিকে আছে।

অনুসন্ধানে জানা গেছে, দুই-তৃতীয়াংশ মেঘনায় বিলীন হলেও গোটা ঢালচরের ১৭শ’ পরিবারের ১৮ হাজার মানুষ এখন ৭ থেকে ৯ নম্বর পর্যন্ত এই ৩টি ওয়ার্ডে ভীড় করেছে। কিন্ত এখানে এ পরিমান জনবসতির সংকুলান যেমন সম্ভব নয় তেমনি এখানে তাদের নিজস্ব কোন জমিও নেই। ভূমিহীন কৃষকদের নিজস্ব জমি না থাকলেও ঢালচর থেকে তারুয়া পর্যন্ত প্রায় ৪২শ’ একর জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মেঘনার ভাঙ্গনে গৃহহীন ভূমিহীন পরিবারগুলোর পরিত্যক্ত চাষযোগ্য ৪২শ’ একর জমিতে নিজেদের অধিকারের দাবী নিয়ে ৩৫ বছর ধরে হাইকোটর্ থেকে প্রশাসনের দ্বারে দ্বারে ফিরছে।

ঢালচরের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার জানান, ঢালচর থেকে তারুয়া পর্যন্ত জেগে উঠা চাষযোগ্য ৪২শ’ একর জমির বয়স প্রায় ৫০ বছর। অর্ধশত বছর আগে জেগে উঠা বিশাল বিস্তৃত এই জমি নিজেদের দাবী করে বনবিভাগ আটকে রাখলেও কোন বনায়ন করেনি,এখন চাষযোগ্য এই জমি বনায়নের যোগ্যও নয়।এছাড়াও পূর্ব ঢালচরে ১৫শ’ একর জমি কৃষকদের নামে বন্দোবস্ত দেয়া হলেও বনবিভাগের হামলা মামলার কারণে কৃষকরা সেই জমিতে যেতে পারেনি। পাশাপাশি বনবিভাগও সেই জমিতে বনায়ণ করেনি,এখন বনায়নের যোগ্যও নয় ওই জমি।

ভূমিহীন কৃষক আব্দুল কালাম মেম্বার জানান,ঢালচরের পূর্বাশং মেঘনায় ভাঙ্গনের ফলে গৃহহীন ১৫শ’ পরিবার দক্ষিণ-পশ্চিম ঢালচরের পরিত্যক্ত চাষযোগ্য ২৭শ’ একর জমি বন্দোবস্ত চেয়ে আসছে। বনবিভাগের বাঁধার কারণে ভূমিহীন কৃষকরা ১৯৮৬ সনে ভোলা সাব জজ আদালতে মামলা দায়ের করেন। দ্বীর্ঘ শুনানীর পর ১৯৯০ সনে ঢালচর চর সত্যেন যৌথ ভূমিহীন কৃষক সমবায় সমিতির পক্ষে রায় প্রদান করেন। ১৯৯২ সনে বনবিভাগে হাইকোর্ট এই রায়ের বিরুদ্ধে আপীল করলে আপীল বিভাগ মামলাটি নিষ্পত্তির জন্য ১৯৯৭সনেই চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে প্রেরণ করেন।

এ আদালত ২০১৯ সনে দোতরফা সূত্রে ভূমিহীন কৃষকদের অনুকূলে বন্দোবস্ত দেয়ার জন্য রায় প্রাদন করেন। এই রায়ের প্রেক্ষিতে ২০২০ সনে ২৭২৭.২৭ একর জমি ভোলা জেলা প্রশাসক ভূমিহীন কৃষকদের মধ্যে ওই জমি বন্দোবস্ত প্রদানের নির্দেশ দেন। এই নির্দেশ প্রাপ্তির পর চরফ্যাসন সহকারী কমিশনার (ভূমি) ঢালচরের ৪২শ’ একর জমির সীমানা নির্ধারণ করে বন্দোবস্ত প্রক্রিয়া শুরু করেন। সে সময় কিছু কিছু ভূমিহীন কৃষক পরিবার ওই জমিতে ঘর নির্মাণ করে বসতি শুরু করেন।

এ বসতি উচ্ছেদের জন্য বনবিভাগ ওই পরিবারগুলোর ওপর হামলা ও মামলা দিয়ে নানান ভাবে আতংক সৃষ্টি করেন। বসতিগড়ার এই প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা তফিকুল ইসলাম স্থানীয় ভূমি প্রশাসনসহ ভূমিহীন কৃষকদের জড়িয়ে ভোলা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করেন। এই অভিযোগকে পূজিঁ করে বন্দোবস্ত প্রক্রিয়া স্থগিত করেন ভোলা জেলা প্রশাসক। সে থেকে ঢালচরের চাষযোগ্য ২৭শ’ একর এবং পূর্ব ঢালচরের চাষযোগ্য ১৫শ’ একর জমি পরিত্যক্ত পড়ে আছে,যা বন বিভাগের কোন কাজে লাগেনি আবার ভূমিহীন গৃহহীন কৃষকদেরও আশ্রয়ের ঠিকানা হতে পারেনি।ঢালচরের অসহায় ও ভিটে বাড়ী নদীর গর্বে বিলীন হওয়া পরিবারের দাবী সরকারের এত জমি থাকতে আমরা মাথাগুজার ঠাই পাচ্ছিনা। আমাদেরকে সরকারি খাস জমিগুলো বন্দোবস্ত দেয়া হোক।

ঢালচরের বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন জানান, পূর্ব ও দক্ষিণ-পশ্চিম ঢালচরে ৪২শ’ একর খাসজমি পরিত্যক্ত আছে, যেখানে ঢালচরের মেঘনার ভাঙ্গনে আশ্রয়হীন সব পরিবারের বসতিসম্ভব। কিন্ত বনবিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সিন্ধান্ত ছাড়া আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না।

চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রিপন বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে যেহেতু ভুমি মন্ত্রণালয় ও বনমন্ত্রণালয়ের টানাপোড়ন রয়েছে। সেহেতু উভয় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে আমরা যে নির্দেশনা পাবো সে অনুযায়ী কাজ করে যাবো।

এদিকে ভূমিহীন অধিকার বঞ্চিত পরিবারগুলো অপেক্ষায় রয়েছে ঢালচরে এতোটুকু বেঁচে থাকার নতুন আশায়।ভাগ্যবঞ্চিত এসব পরিবারের পুনর্বাসনে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে দায়িত্বশীল মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments