Home সারাদেশ ৫ বছরের শিশুকে ধর্ষণ, অবস্থা আশঙ্কাজনক

৫ বছরের শিশুকে ধর্ষণ, অবস্থা আশঙ্কাজনক

দখিনের সময় ডেস্ক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই তানভীর ইসলামের (২২) বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত তানভীর ইসলাম দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে আসেন।

শিশুটির পরিবার জানায়, দুপুরে তানভীর তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় শিশুটিকে। পরে সেখানে নিয়ে ধর্ষণ করে। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে আসলে তার শরীর থেকে রক্ত বের হতে দেখতে পান পরিবারের সদস্যরা। এরপরই দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত তানভীরের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। পরে সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন, জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় ও মেডিকেল অফিসার ডা. শাপলা খাতুনের প্রচেষ্টায় টানা দুই ঘণ্টা অস্ত্রোপচার করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম গণমাধ্যমকে বলেন, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। যোনিপথ ছিঁড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। গাইনি ও সার্জারি চিকিৎসকের একটি দল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। আমরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছি। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে ধরতে থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments