Home সারাদেশ স্বামীকে দেখার আগেই বিধবা মরিয়ম!

স্বামীকে দেখার আগেই বিধবা মরিয়ম!

দখিনের সময় ডেস্ক:
সাত বছর আগে প্রবাসে পাড়ি জমান রুবেল হোসাইন। গত ৯ মাস আগে মোবাইল ফোনে বিয়ে করেন মরিয়ম আক্তারকে। বিয়ের পর রুবেল দেশে ফেরার সুযোগ পাননি। ফোনেই নিয়মিত যোগাযোগ হতো তাদের।
এদিকে, বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতেন মরিয়ম। তবে হঠাৎ গত শুক্রবার সন্ধ্যায় মরিয়ম খবর পান সৌদি আরবে ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে মারা গেছেন রুবেল। স্বামীর মৃত্যু সংবাদে থামছেই না মরিয়মের আহাজারি। বিলাপ করছেন স্বামীর জন্য। বিয়ের পর স্বামাকী সরাসরি দেখবার আগেই বিধবা হলেন তিনি। রাজশাহীর বাগমারার বারইপাড়া গ্রামের বাসিন্দা রুবেল হোসেন। গত সাত বছর ধরে সৌদি আরবে থাকেন তিনি। পাশের বারিহাটি গ্রামে বাড়ি মরিয়ম আক্তারের। মরিয়ম এখন কলেজছাত্রী।
গত শনিবার সন্ধ্যায় সরজমিনে রুবেল হোসাইনের বাড়ি গিয়ে দেখা যায়, মরিয়ম আক্তার মোবাইল ফোনে স্বামীর ছবি দেখে কাঁদছেন। কান্না কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্বামীকে একটাবার হলেও দেখতে চাইরে। স্বামীকে আমি কাছ থেকে দেখিনি। আপনাদের পায়ে ধরি, আমার স্বামীকে একনা এনে দেন ভাই। স্বামীকে কোনো দিন চোখের কাছ থেকে দেখিনি। যা দেখেছি দূরে থ্যাকা দেখেছি। যত কথা কছে দূরে থ্যাকাই কথা কছে।’ মরিয়ম আক্ষেপ করে বলেন, ‘কেনো তুই শুক্রবারের নামাজ পড়লি নারে রুবেল। নামাজ পড়তে গেলে তোকে আর পুড়ে মরতে হতো না।’
ছেলে হারানোর বিষয়টি মানতে পারছেন না নিহত রুবেল হোসেনের বাবা জফির উদ্দিন। তিনি জানান, ৭ বছর আগে ঋণ করে ছেলেকে বিদেশে পাঠানো হয়। কয়েক মাস আগে মোবাইল ফোনে পাশের বারিহাটি গ্রামের মরিয়ম আক্তারের সঙ্গে রুবেলের বিয়ে হয়। স্ত্রীর সঙ্গে তার দেখাও হয়নি। কীভাবে মানব এই মৃত্যু।
সৌদি আরবে আগুনে পুড়ে মারা যাওয়া রাজশাহীর সেই চার শ্রমিক হলেন- বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের বারইপাড়া গ্রামের মোহাম্মদ সাজেদুল ইসলাম, যোগীপাড়া ইউনিয়নের বড় মাধাইমুরি কাতিলা গ্রামের ফিরুজ আলী সরদার ও বারইপাড়া গ্রামের রুবেল হোসেন এবং একই গ্রামের মো. আরিফ।
এ বিষয়ে বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত চলতি দায়িত্ব) সুমন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘জেলা প্রশাসক বাগমারায় এসে পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন। তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। এছাড়া মরদেহ আনার জন্য ফরম পূরণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হয়। সে কাজটি আমরা দ্রুতার সঙ্গে করছি। এ ক্ষেত্রে যত সহযোগিতা দেওয়ার প্রয়োজন আমরা দেব।’
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুনে ৯ বাংলাদেশি নিহত হন। এরমধ্যে চারজনের বাড়ি রাজশাহীর বাগমারায়। তাদের মরদেহ এখনো আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments