Home সারাদেশ ভুয়া সচিব গ্রেপ্তার , চাকরি দেওয়ার নামে হাতিয়েছেন লাখ লাখ টাকা

ভুয়া সচিব গ্রেপ্তার , চাকরি দেওয়ার নামে হাতিয়েছেন লাখ লাখ টাকা

দখিনের সময় ডেস্ক:
রাজশাহীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের সাব্বির আহমেদ শাকিল (৪৯) নিজেকে পরিচয় দেন সচিব হিসেবে। বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। এভাবেই গত ৫ বছর যাবৎ দেশের বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিলেন তিনি। অবশেষে ময়মনসিংহে চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছেন এই ভুয়া সচিব।
রোববার (২০ আগস্ট) রাতে ময়মনসিংহ নগরীর টাউনহল এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে অভিযুক্ত শাকিলকে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, মাস খানেক আগে নগরীর আকুয়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন শাকিল। ময়মনসিংহ নগরীর মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি মো. নজরুল ইসলামের ছেলেকে ১৫ লাখ টাকায় সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পাতেন তিনি।
নজরুল ইসলাম টাকা দেওয়ার আগে বিষয়টি নিয়ে কথা বলেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কাউসার-ই-জান্নাতের সঙ্গে। পরে রোববার দুপুরে কাউন্সিলর সচিব পরিচয়ধারী শাকিলের সঙ্গে নগরীর একটি রেস্টুরেন্টে দেখা করেন। সেখানে নিজেকে সচিব পরিচয় দিয়ে নিজের ব্যক্তিগত কর্মকর্তা ও অফিস সহায়ক পদে লোক নিবেন বলে জানান শাকিল। এ সময় নিজেকে রাজশাহীর একজন বিএনপি সরকারের সাবেক এমপির ছেলে বলে পরিচয় দেন। একই সঙ্গে তার বোন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বলে জানান তিনি। প্রতারণার বিষয়টি কাউন্সিলর কাউসার-ই-জান্নাত বুঝতে পেরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ডিবি পুলিশ শাকিলকে আটক করে।
শাকিলের কাছ থেকে আইনমন্ত্রীর সচিবের পরিচয়পত্র, আইনমন্ত্রীর নামে সীল, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নামে বানানো সিলসহ বিভিন্ন কার্ড ও পরিচয়পত্র উদ্ধার করা হয়। এছাড়া বিবাহ ও তালাক নিবন্ধনের নিয়োগপত্রও উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবহণ নেতা মো. নজরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, শাকিল অন্তত ৫ বছর যাবৎ নিজেকে সচিব পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে প্রতারণা করে আসছিল। বিভিন্ন মন্ত্রণালয়ে চাকুরি দেওয়ার ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও কাদের সঙ্গে প্রতারণা করেছেন এবং তার সঙ্গে কারা জড়িত তা বের করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments