Home অন্যান্য দেশে-বিদেশে মানসম্পন্ন শিক্ষাসেবা দিচ্ছে বিএসবি : লায়ন এম কে বাশার

দেশে-বিদেশে মানসম্পন্ন শিক্ষাসেবা দিচ্ছে বিএসবি : লায়ন এম কে বাশার

মুহাম্মদ কামাল হোসাইন, ঢাকা থেকে
দেশের অন্যতম শিক্ষাসেবা প্রতিষ্ঠান বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লায়ন এম কে বাশার বলেছেন, শিক্ষার সকল সূচক ঊর্ধ্বমুখী হলেও দেশের শিক্ষার মান এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেনি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের পরিচালন কর্তৃপক্ষ আলাদা হলেও এই তিন ক্ষেত্রের পড়াশোনার মধ্যে সমন্বয় নেই বলে শিক্ষা তার মূল লক্ষ্যে পৌঁছতে পারছে না। এক্ষেত্রে দেশে-বিদেশে মানসম্পন্ন শিক্ষা সেবা নিশ্চিত করতে কাজ করছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক।
রোববার (৩ সেপ্টেম্বর) বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকে একথা বলেন দেশ বরেণ্য শিক্ষা উদ্যোক্তা লায়ন এম কে বাশার। প্রতিবছরের মতো এবারও বিএসবির প্রধান কার্যালয়ে (প্লট-২২, গুলশান সার্কেল-২) বিকেলে কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব পালন করা হয়েছে। এরপর রাতে স্থানীয় একটি হোটেলে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন সকল স্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন।
লায়ন এম কে বাশার বলেন, নানা কারণে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে। দেশে পড়াশোনা শেষে চাকরির কোনো নিশ্চয়তা না থাকলেও বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ রয়েছে। আবার পড়াশোনা শেষে সংশ্লিষ্ট দেশে স্থায়ীভাবে বসবাসেরও সুযোগ শিক্ষার্থীদের বিদেশে পড়তে ব্যাপকভাবে উৎসাহিত করছে। বিগত তিন দশকে শুধু বিএসবির মাধ্যমেই এক লাখের কাছাকাছি শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে।
বিএসবি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ছাড়ের মধ্যে রয়েছে-এশিয়া, ইউরোপ, ইউকে, ইউএসএ, কানাডা ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে স্টাডি ভিসায় পড়ার জন্য নিবন্ধন করলে গেলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩১ দিন সার্ভিস চার্জ ছাড়া পরামর্শ নিতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। এছাড়া স্পাউস, বিজনেস ও ভিজিট বিদেশ যেতে আগ্রহীদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments