Home অন্যান্য দেশে-বিদেশে মানসম্পন্ন শিক্ষাসেবা দিচ্ছে বিএসবি : লায়ন এম কে বাশার

দেশে-বিদেশে মানসম্পন্ন শিক্ষাসেবা দিচ্ছে বিএসবি : লায়ন এম কে বাশার

মুহাম্মদ কামাল হোসাইন, ঢাকা থেকে
দেশের অন্যতম শিক্ষাসেবা প্রতিষ্ঠান বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লায়ন এম কে বাশার বলেছেন, শিক্ষার সকল সূচক ঊর্ধ্বমুখী হলেও দেশের শিক্ষার মান এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেনি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের পরিচালন কর্তৃপক্ষ আলাদা হলেও এই তিন ক্ষেত্রের পড়াশোনার মধ্যে সমন্বয় নেই বলে শিক্ষা তার মূল লক্ষ্যে পৌঁছতে পারছে না। এক্ষেত্রে দেশে-বিদেশে মানসম্পন্ন শিক্ষা সেবা নিশ্চিত করতে কাজ করছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক।
রোববার (৩ সেপ্টেম্বর) বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকে একথা বলেন দেশ বরেণ্য শিক্ষা উদ্যোক্তা লায়ন এম কে বাশার। প্রতিবছরের মতো এবারও বিএসবির প্রধান কার্যালয়ে (প্লট-২২, গুলশান সার্কেল-২) বিকেলে কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব পালন করা হয়েছে। এরপর রাতে স্থানীয় একটি হোটেলে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন সকল স্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন।
লায়ন এম কে বাশার বলেন, নানা কারণে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে। দেশে পড়াশোনা শেষে চাকরির কোনো নিশ্চয়তা না থাকলেও বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ রয়েছে। আবার পড়াশোনা শেষে সংশ্লিষ্ট দেশে স্থায়ীভাবে বসবাসেরও সুযোগ শিক্ষার্থীদের বিদেশে পড়তে ব্যাপকভাবে উৎসাহিত করছে। বিগত তিন দশকে শুধু বিএসবির মাধ্যমেই এক লাখের কাছাকাছি শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে।
বিএসবি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ছাড়ের মধ্যে রয়েছে-এশিয়া, ইউরোপ, ইউকে, ইউএসএ, কানাডা ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে স্টাডি ভিসায় পড়ার জন্য নিবন্ধন করলে গেলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩১ দিন সার্ভিস চার্জ ছাড়া পরামর্শ নিতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। এছাড়া স্পাউস, বিজনেস ও ভিজিট বিদেশ যেতে আগ্রহীদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments