Home সারাদেশ গৌরনদীর হাট-বাজারে তরমুজের মুল্য আকাশচুম্বী, নিয়ন্ত্রনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

গৌরনদীর হাট-বাজারে তরমুজের মুল্য আকাশচুম্বী, নিয়ন্ত্রনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদীতে গ্রীস্মকালীন রসালো ফল তরমুজের মূল্য আকাশচুম্বী। এলাকার গরিব ও মধ্যবিত্তরা এখন আর গরমে তৃষ্ণা মেটাতে এ স্বস্তিদায়ক এ রসালো ফলটি কিনতে পারছেনা। ব্যাবসায়ীদের কারসাজিতে ফলটির মূল্য চলেগেছে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ফলে রসালো এ ফলটি এখন ধনিদের ফলে পরিনত হয়েছে। গত কয়েকদিন ধরে মূল্য বৃদ্ধি পেতে পেতে এ ফলটির মুল্য এখন আকাশচুম্বী।

এ অবস্থা নিয়ন্ত্রনে মাঠে নেমেঠে গৌরনদী উপজেলা প্রশাসন। বাজারে গ্রীস্মকালীন এ ফলটির মূল্য স্বাভাবিক রাখতে বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন হায়দারের নির্দেশে গৌরনদী উপজেলা বাজার মনিটংরি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস গতকাল বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় অস্বাভাবিক দামে তরমুজ বিক্রির দায়ে তিনি তিনজন তরমুজ ব্যবসায়ীকে তিন হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেন। একই সময় তিনি সহনীয় দামে তরমুজ বিক্রির জন্য বিক্রেতাদের প্রতি আহবান জানান। এ ছাড়া কেজি দরে তরমুজ বিক্রি করায় ৫ ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরক সর্তক করে দেন।

বাজার ঘুরে দেখাগেছে, রমজানের পূর্বে যে তরমুজগুলো পিচ হিসেবে বিক্রি হত, এখন তা কেজীদরে বিক্রি হচ্ছে। গৌরনদীর বিভিন্ন হাট-বাজারের ফলের দোকানগুলোতে ৫০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা কেজিদরে তরমুজ বিক্রি করা হচ্ছে। এতে করে ছোট সাইজের এক একটি তরমুজের মূল্য গিয়ে দাড়ায় দেড় থেকে দুই’শ টাকায়।

রমজানের পূর্বে তরমুজের দাম কিছুটা কম থাকলেও রমজান শুরু হওয়ার পর থেকে তরমুজের দাম লাগামহীন হয়ে পরেছে। ফলে এ ফলটির ক্রয় ক্ষমতা গরিব ও মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। গ্রীস্মের প্রচন্ড তাপদাহের সময় গ্রামবাংলার সাধারন মানুষের তৃপ্তি মেটাতে অতি প্রয়োজনীয় ও স্বস্তিদায়ক রসালো ফলটি এখন আর গরিবের ফল হিসেবে রইল না। এটি এখন ধনিক শ্রেনীর ফলে পরিনত হয়েছে।

উদোর পিন্ডি বুদোর ঘারে চাঁপাতে ব্যাস্ত স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন, মোকামে তরমুজের মূল্য বেশি নেওয়া হচ্ছে। ফলে এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। মোকাম থেকে কেজি দরে তরমুজ ক্রয় করা হচ্ছে কিনা জানতে চাইলে কোন ব্যবসায়ীই এর সদুত্তর দেননি।

তরমুজের মূল্য আকাশচুম্বী হওয়ায় সোচ্চার হয়ে উঠছেন ক্রেতারাও। ইতোমধ্যে তরমুজের মূল্য বৃদ্ধি নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়ীদের নানা সমালোচনা করছেন। ব্যবসায়ীদের শিক্ষা দিতে তারা জনগনকে তরমুজ না খাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন। এ সকল তৎপরতার মুখে তরমুজের মূল্য বৃদ্ধি ঠেকাতে বিষয়টিকে আমলে নিয়ে মাঠে তৎপরতায় নেমেছে গৌরনদী উপজেলা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

Recent Comments