Home সারাদেশ ভিক্ষাবৃত্তি ছেড়ে দিলো ৪৩ জন, সরকারি কারখানায় চাকরিতে যোগদান

ভিক্ষাবৃত্তি ছেড়ে দিলো ৪৩ জন, সরকারি কারখানায় চাকরিতে যোগদান

দখিনের সময় ডেক্সঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়া ৪৩ জন চাকরিতে যোগদান করেছেন। তাঁরা উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে নির্মিত সরকারি প্যাকেজিং কারখানায় কাজ করবেন।

শনিবার দুপুরে প্যাকেজিং কারখানায় যোগদান অনুষ্ঠান হয়। এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা ওই ৪৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন । এর আগে তিনি ফিতা কেটে ‘অবলম্বন’ নামের কারখানাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, পৌর মেয়র কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান, মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চৌরখুলী গ্রামের ৪৩ জন নারী-পুরুষ দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন। নানা উদ্যোগ নিলেও তাঁদের এ পেশা থেকে নিবৃত্ত করা যায়নি। এ অবস্থায় তাঁদের কর্মসংস্থানের জন্য বিকল্প চিন্তা শুরু হয়।

এর অংশ হিসেবে ‘অবলম্বন’ নামের এই প্যাকেজিং কারখানা নির্মাণের উদ্যোগ নেয় কোটালীপাড়া উপজেলা প্রশাসন। সরকারি অর্থায়নে গত ডিসেম্বর মাসে কারখানার নির্মাণকাজ শুরু হয়। চলতি মাসের শুরুতে নির্মাণকাজ শেষ হয়।

কারখানায় চাকরি দেওয়ার কথা বললে ওই ৪৩ জন ভিক্ষাবৃত্তি ছাড়তে রাজি হন। সরকারিভাবে তাঁদের ২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কারখানা থেকে ওই ৪৩ জন মাসে ৩ হাজার টাকা করে বেতন পাবেন। এ ছাড়া কারখানায় উৎপাদিত কাগজের তৈরি প্যাকেট বিক্রির লভ্যাংশের ২০ শতাংশ তাঁদের দেওয়া হবে।

ভিক্ষাবৃত্তি ছেড়ে চাকরিতে যোগ দেওয়ারা বলেন, এত দিন কোনো কাজ পাননি তাই ভিক্ষা করেছেন তাঁরা। এখন সম্মানের সঙ্গে এই কারখানায় চাকরি করে বাঁচতে চান।

ইউএনও এস এম মাহফুজুর রহমান বলেন, ভিক্ষুকদের পুনর্বাসনের এই উদ্যোগ সফল হলে পরিবর্তন আসবে চৌরখুলী গ্রামের; পরিবর্তন হবে কোটালীপাড়া উপজেলারও। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মধ্যে দিয়েই একদিন উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments