Home বরিশাল ‘চাঁদা না পেয়ে’ বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘চাঁদা না পেয়ে’ বিএনপি নেতাকে কুপিয়ে জখম

দখিনের সময় ডেস্ক:

বরিশালের মেহেন্দিগঞ্জে বালু ব্যবসায়ীদের কাছে চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক নেতার সহচর বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (৪ নভেম্বর) বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজ সরদার বলেন, রোববার (৩ নভেম্বর) বিকেল তিনটায় মোহাম্মদ তুহিন মীর, লিটন মীর, মামুন ফরাজী, পিপলু জমাদার, আকবর আলী, তাজ, মাহমুদুল হাসান, রাজিব, রাসেল, মেহেদী, জুবায়ের সহ ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বালু ব্যবসায়ীদের দোকানে গিয়ে দুই লাখ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে বালু ব্যবসায়ী মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের খান ও তার ছেলে সোহানকে কুপিয়ে মারাত্মক জখম করে।

এ সময় আব্দুল কাদেরের মেয়ে ইতি আক্তার তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে মারধর করে সাথে থাকা একটি মোবাইল ফোন নিয়ে যায়। একপর্যায়ে কাদের খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কোয়াটারের নিয়ে হত্যার চেষ্টা করা হয়। তাদের চাঁদা না দিলে বালু ব্যবসায়ীদের হত্যা এবং ঘরে আগুন দিবে বলেও হুমকি দেয় সন্ত্রাসীরা।এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বালু ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে মফিজ সরদার অভিযোগ করেন, চাঁদাবাজ এবং সন্ত্রাসীরা সবাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের লোক হিসেবে পরিচিত। তার ছত্রছায়ায় গত ৫ আগস্টের পর গোটা উপজেলাজুড়ে চাঁদাবাজি, লুটপাট এবং দখলদারিত্ব করেছে। এমনকি তাদের এই সন্ত্রাসী এবং লুটতারাজের থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের ত্যাগি নেতাকর্মীরাও রেহাই পায়নি।

তবে এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের। তার ব্যবহুত মুঠোফোনে কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কিছুদিন পর দেখা যায় সব সবই মিথ্যা: পূজা

দখিনের সময় ডেস্ক: নবাগত নায়িকার পূজা চেরীর সঙ্গে প্রেম করছেন শাকিব খান। এক সিনেমায় কাজ করতে গিয়েই তাদের এই সম্পর্কের শুরু। যা বছরখানেক আগেই চলচ্চিত্রপাড়ায়...

৭০ শতাংশ সঞ্চয়পত্র ধনীদের হাতে

দখিনের সময় ডেস্ক: নিম্ন ও মধ্যবিত্তদের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে সঞ্চয়পত্রে উচ্চ সুদ দিচ্ছে সরকার। জনগণের করের টাকায় দেওয়া এই সুদের সিংহ ভাগই খাচ্ছেন...

সঞ্চয়পত্র থেকে তিন মাসে ৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

দখিনের সময় ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্র থেকে সরকার নিট ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ঋণ নিয়েছে। গত অর্থবছরের একই সময়ে যেখানে...

শুরু হয়েছে শুটকি মৌসুম, চলছে  মাছ ধরা ও শুকানোর কাজ

দখিনের সময় ডেস্ক: সুন্দরবনে শুটকি উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) থেকে ১০ হাজার জেলে মাছ ধরা ও শুকানোর কাজে নেমে পড়েছেন। শুষ্ক মৌসুমে...

Recent Comments