দখিনের সময় ডেস্ক:
রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির সামনে অবস্থিত ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে রাত ১টা ৫৫ মিনিটে ওই ভবনে আগুন লাড়ে খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি আরও বলেন, ছয়তলা ওই ভবনের দ্বিতীয়তলায় আগুন লাগে। এটি একটি বেবিশপ। তবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি। আগুনে ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তাও জানাতে পারেননি তিনি।