দখিনের সময় ডেস্ক:
বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, এতে দেখা গেছে, প্রিয়জনকে হারানোর আঘাতে হৃদযন্ত্রে রক্তচাপের পরিমাণ অনেকটা বেড়ে যায়, যা নানা জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। তীব্র মানসিক আঘাতের কারণে হৃদযন্ত্রের রক্তচাপে কোনো হেরফের হয় কিনা, মূলত সেটি জানতেই এ গবেষণা করা হয়। গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনার এক দল বিজ্ঞানী।
গবেষক দলের সদস্য ম্যারি-ফ্রান্সেস ও’কোনোর বলেন, প্রিয়জন হারানোর পর মানুষের ‘হৃদয় ভেঙে চুরমার হওয়ার’ যে ব্যাপারটা; বলতে পারেন গবেষণার পেছনে এটাই আমাদের কাছে বড় উদ্দীপনা হিসেবে কাজ করেছে। গবেষকরা জানান, তারা এমন ৫৯ জনের ওপর গবেষণাটি চালিয়েছেন, যারা গত এক বছরে খুব কাছের কাউকে হারিয়েছেন।
গবেষক দলের প্রধান রোমান পালিৎস্কি জানান, প্রিয়জন হারানোর পর এসব ব্যক্তি সবচেয়ে কষ্টের সময় কখন কাটিয়েছেন, সেটা সবার কাছে জানতে চাওয়া হয়। আর তারা যখন সবচেয়ে কষ্টের মুহূর্তের বর্ণনা দিচ্ছিলেন, তখন তাদের হৃদযন্ত্রের রক্তচাপ পরিমাপ করেন বিজ্ঞানীরা। গবেষকরা জানান, কারও কারও ক্ষেত্রে রক্তচাপ এতটাই বেশি থাকে যে, তা হৃদযন্ত্রের নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে।