Home সারাদেশ কসমেটিকসের দোকান থেকে বিদেশি মদ উদ্ধার

কসমেটিকসের দোকান থেকে বিদেশি মদ উদ্ধার

দখিনের সময় ডেস্ক :

কক্সবাজার শহরের কলাতলী হোটেল ও মোটেল জোনের একটি কসমেটিকসের দোকানে পাওয়া গেছে বিদেশি মদ ‘গ্রান্ড রয়েল’। রোববার (২১ নভেম্বর) বিকেলে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত দোকানটির মালিক কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ এলাকার মো. হোসেনের ছেলে রাকিব উদ্দিনের (১৯)। জানা গেছে, শনিবার (২০ নভেম্বর) দিনগত রাতে হোটেল-মোটেল জোনের একটি কসমেটিকসের দোকানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। তল্লাশি করে সেখান থেকে মিলেছে ৬টি বিদেশি গ্রান্ড রয়েল ব্রান্ডের মদ। এ সময় দোকানের মালিককে আটক করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, মদ ছাড়াও দোকানে পাওয়া গেছে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ। এসব ওষুধের বেশিরভাগের মেয়াদ নেয়। যদিও এসব খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকানের আড়ালে কৌশলে এসব মদ বিক্রি করে আসছিল। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

৬টি পদে সরকারি চাকরি, এসএসসি পাসেই আবেদন

দখিনের সময় ডেস্ক: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে ১১ থেকে ২০ তম গ্রেডে ৮৫ জনকে নিয়োগের জন্য এ...

নতুন ফোন কিনছেন, জেনে নিন এ বিষয়গুলো

দখিনের সময় ডেস্ক: অনেকেই আজকাল নতুন ফোন কেনার সময় পুরোনো ফোনটি বিক্রি করে দেন বা ফোনটি বদলে নেন। পুরোনো ফোন বদলে নতুন ফোন কেনার সময়...

খেজুর ভেজানো পানি খেলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: খেজুর সবচেয়ে জনপ্রিয় শুকনো ফলের মধ্যে অন্যতম। এর স্টিকি টেক্সচার এবং প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদ সবাই পছন্দ করেন। সেইসঙ্গে এটি প্রয়োজনীয় ভিটামিন এবং...

যে কারণে জামিন না পেয়ে কারাগারে মাহমুদুর রহমান

দখিনের সময় ডেস্ক: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন পাননি। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে...

Recent Comments